Type Here to Get Search Results !

সুদূরে নয় অন্তঃপুরেই বাস নীহারিকার




রাজ্যে প্রকাশনার জগতে এক চিরস্থায়ী ইমারতে অধিষ্ঠিত হতে চলেছে " নীহারিকা " । খুব অল্প সময়ের মধ্যেই সবার মন জয় করে নিতে সক্ষম হয়েছে এই পুস্তক প্রকাশনা সংস্থা । সদা সৃষ্টিধর্মী কর্মকাণ্ড সহ প্রতিভার অন্বেষণে থাকা এবং সুশীল সমাজের বাহক প্রতিভাদৃপ্ত মেধা ও মননের আকাশগঙ্গাকে জনমনে ছড়িয়ে দেওয়ার ব্রতী নিয়ে প্রথম পথচলা শুরু করেছিলো তীর্থঙ্কর দাস নামে এক তারুণ্যের ঝড় । পাশাপাশি সাহিত্য সংস্কৃতির মেলবন্ধনে গোটা সমাজে নতুন ভাবনায় এক গুণমানের আবহ বজায় রাখতে বদ্ধপরিকর এই তীর্থঙ্কর । সামাজিক দায়বদ্ধতায় থাকা শুভবোধের প্রচারক তীর্থঙ্কর আজ তার স্বপ্নে অনেকটাই এগিয়ে । সম্প্রতি নীহারিকা'র প্রকাশনায় রাজ্যের তরুণ প্রজন্মের কবিদের অনুভবে সমৃদ্ধ একটি কবিতার বই প্রকাশিত হয়েছে যা ইতিমধ্যেই পাঠকের মন জয় করে নিয়েছে ।

আরশি কথা ' নীহারিকা ' এবং তীর্থঙ্করের এই মহৎ উদ্দেশ্যকে কুর্নিশ জানায় এবং তাদের এগিয়ে যাওয়ার পথে যোগ্য বন্ধুর পরিচয়ে অবিচল থাকার প্রতিশ্রুতি প্রদান করছে ।

একটি প্রচারমূলক প্রতিবেদন / আরশি কথা

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.