Type Here to Get Search Results !

প্রাকৃতিক বিপর্যয়ে ক্ষতিগ্রস্থদের পাশে মুখ্যমন্ত্রী

বিশেষ প্রতিনিধি,আগরতলাঃ সম্প্রতি প্রাকৃতিক দুর্যোগের কোপে রাজ্যের বিভিন্ন অঞ্চল। ভয়ংকর শিলাবৃষ্টি ও ঝড়ের কারণে বহু ঘরবাড়ি বিধ্বস্ত। নষ্ট হয়েছে বেশ কিছু ক্ষেতি জমি ও রাবার বাগান। খবর অনুযায়ী ৮ হাজারের মত মানুষ ক্ষতিগ্রস্থ। ২জনের মৃত্যু সহ ৯জনের আহত হওয়ার সংবাদ পাওয়া গেছে। মঙ্গলবার(৮মে) লেফুঙ্গা এলাকায় বিভিন্ন স্থানে আশ্রিত ক্ষতিগ্রস্থদের খোঁজখবর নিতে যান মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। কথা বলেন তাদের সাথে এবং দুর্দশাসমূহ বিষয়ে অবগত হন। 
মুখ্যমন্ত্রীকে কাছে পেয়ে কান্নায় ভেঙ্গে পড়ে ক্ষতিগ্রস্থরা। রাজ্য সরকার তাদের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দেবে এই আশ্বাস প্রদান করেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন দুর্যোগে সম্পূর্ণ ক্ষতিগ্রস্থরা সরকারী সাহায্য বাবদ ৯৫ হাজার টাকা করে আর্থিক সাহায্য পাবে এবং আগামী তিনদিনের মধ্যে যাতে টাকা সবার কাছে পৌঁছায় সেই বিষয়ে সংশ্লিষ্ট আধিকারিকদের নির্দেশ দেন। 
পাশাপাশি প্রধানমন্ত্রী আবাস যোজনার অন্তর্ভুক্ত হয়ে সবাই যাতে মাটির ঘরের বদলে পাকা ঘর নির্মাণ করতে পারে সেই বিষয়েও নিশ্চিত করেন।   

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.