Type Here to Get Search Results !

"মহারাজের অপূর্ণ কাজ আমরা করবো, জনজাতিরা করবে"- বললেন মুখ্যমন্ত্রী

তন্ময় বনিক,আগরতলাঃ
 জনজাতি সমাজ একত্রিত হয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজির মন্ত্র " সবকা সাথ সবকা বিকাশ " গ্রহণ করেছিলেন। তার জন্যই ত্রিপুরায় পরিবর্তন হয়েছে। বললেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। সিপিএমের সমালোচনা করতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, ওরা মহারাজকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা করেছিলো। মহারাজা বীরবিক্রম কিশোর মাণিক্য বাহাদুর তখনকার সময়ে কলেজ নির্মাণ করেছিলেন। বিমানবন্দরের জন্য জায়গা দিয়েছিলেন। মহারাজের অপূর্ণ কাজ আমরা করবো। জনজাতিরা করবে। বেশ আত্মবিশ্বাসের সুরেই কথাগুলি বলেন মুখ্যমন্ত্রী। বুধবার(২৫জুলাই) ভারতীয় জনতা জনজাতি মোর্চার রাজ্য কমিটির পক্ষ থেকে জনজাতিদের মর্যাদা, উন্নয়ন,একতা ও ক্ষমতায়নের উপর এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। 
মুক্তধারা হলে আয়োজিত এই অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন উপমুখ্যমন্ত্রী যিষ্ণু দেববর্মা,মন্ত্রী সান্তনা চাকমা,বিধায়ক রামপদ জমাতিয়া সহ অন্যান্য জনজাতি নেতৃত্বরা। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী আশ্বস্ত করেন, মন্ত্রিসভা নিষ্ঠার সঙ্গে কাজ করছে। ভিশন ডকুমেন্টে দেওয়া সমস্ত প্রতিশ্রুতি সময়ের আগেই কার্যকর করা হবে। বিগত দিনগুলিতে রাজ্যে যারা ক্ষমতায় ছিলেন তাদের প্রতি কটাক্ষ করতেও ছাড়েননি মুখ্যমন্ত্রী। বলেন, আমরা মাত্র চার মাস ধরে ক্ষমতায়। আর ২৫-৩০ বছর ওরা ক্ষমতায় থেকে কি করতে পেরেছে ? মুখ্যমন্ত্রী জনজাতিদের এই দলীয় কর্মসূচীতে হিন্দিতে বক্তব্য রাখেন। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে জনজাতি সম্প্রদায়ের নেতা কর্মীরা এই কর্মসূচীতে অংশ নেন। 

ছবিঃ সুমিত কুমার সিংহ
২৫শে জুলাই ২০১৮ইং         

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.