Type Here to Get Search Results !

রাজ্যপালকে কিছুই করতে হয়নি, রাজ্যের অবস্থা স্থিতিশীলঃ বিদায়বেলায় তথাগত রায়

তন্ময় বনিক,আগরতলাঃ
 তিনি এখন প্রাক্তন রাজ্যপাল। তথাগত রায়। শনিবার(২৫আগস্ট) সকালের বিমানেই রাজ্য ত্যাগ করেন। বিমানবন্দরেই গার্ড অব অনার দেওয়া হয় বিদায়ি রাজ্যপালকে। 
ছিলেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব ছাড়াও উপমুখ্যমন্ত্রী যিষ্ণু দেববর্মা, আইনমন্ত্রী রতনলাল নাথ, রাজস্বমন্ত্রী এন সি দেববর্মা, বিধানসভার অধ্যক্ষ রেবতী মোহন দাস সহ অন্যান্যরা। রাজ্য ত্যাগের আগে তথাগত রায় ত্রিপুরার প্রশংসা করে বলেন, এখানে তিন বছর খুব ভালো কেটেছে। নিস্তরঙ্গ কেটেছে। এর মধ্যে নির্বাচন হয়ে গিয়েছে। একটি সরকার সাংবিধানিক উপায়ে নিজেদের কাজ করেছে। আর একটি সরকার করছে। রাজ্যপালকে কিছুই করতে হয়নি। তারমানে রাজ্যের অবস্থা স্থিতিশীল। বিদায়ি রাজ্যপাল ত্রিপুরাবাসীকে ধন্যবাদ জানান। যাওয়ার আগে তিনি রাজভবনে সকলকে বিশেষভাবে ধন্যবাদ জানান। রাজ্য সরকারকেও ধন্যবাদ জানাতে ভোলেননি। রাজ্য ত্যাগের আগে বিদায়ী রাজ্যপালের শেষ কথাটি ছিলো - " জয় মা ত্রিপুরেশ্বরী।" এদিকে তথাগত রায়কে বিদায় দেওয়ার সময় অনেকটা ভাবুক হয়ে পড়েন মুখ্যমন্ত্রী। বলেন, সবসময় তথাগত রায় রাজ্য সরকারকে সহযোগিতা করেছেন। ত্রিপুরাকে পর্যটনে উন্নয়নের জন্য পরামর্শ দিয়েছিলেন। প্রসঙ্গত, তথাগত রায়কে মেঘালয়ের রাজ্যপাল হিসেবে বদলি করা হয়েছে। তবে শনিবার তিনি আগরতলা থেকে কলকাতায় নিজ বাড়িতে যান। 

ছবিঃ সুমিত কুমার সিংহ
২৫শে আগস্ট ২০১৮ইং 
         

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.