Type Here to Get Search Results !

" আমার কাজ কোথায় ?... " দিল্লীতে ধর্নায় বসতে চলেছে ডিওয়াইএফআই

আগরতলা ডেস্কঃ
 " আমার কাজ কোথায়? " এই শ্লোগান তুলে আগামী ৩ নভেম্বর দিল্লীতে যুব জমায়েত করতে চলেছে ডিওয়াইএফআই। বুধবার(৩১অক্টোবর) রাজ্য থেকে রওয়ানা হলেন ১৭০জনের এক প্রতিনিধি দল। আগরতলা রেলস্টেশন থেকে যাত্রা শুরু করেন তারা। আগামী ২ নভেম্বর রাতে পৌঁছাবেন দিল্লী গিয়ে। সংগঠনের রাজ্য সম্পাদক অমল চক্রবর্তী রাজ্য সরকারের সমালোচনা করে বলেন, নির্বাচনের আগে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিলো ঘরে ঘরে কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। অথচ সাত মাসে কিছুই করা হয়নি। উল্টো বামফ্রন্টের আমলে যে সমস্ত দপ্তরে নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছিলো সেগুলিও কলমের এক খোঁচায় বন্ধ করে দিয়েছে। তিনি কেন্দ্রীয় সরকারেরও তীব্র সমালোচনা করেন। বেকারদের কর্মসংস্থানের জন্য মোদি সরকারের কোনও ভাবনা নেই। উল্টো চাকরির ক্ষেত্র সংকুচিত হচ্ছে, কাজ হারাচ্ছেন মানুষ। সারা দেশ থেকে ডিওয়াইএফআই এর প্রতিনিধিরা দিল্লী গিয়ে ধর্নায় বসবেন বলে জানান শ্রী চক্রবর্তী। 


ছবিঃ সুমিত কুমার সিংহ
৩১শে অক্টোবর ২০১৮ইং     

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.