Type Here to Get Search Results !

বাংলাদেশে ৫৮টি নিউজ পোর্টাল বন্ধের নির্দেশ

প্রভাষ চৌধুরী, ঢাকা পরিবর্তন, প্রিয়ডটকম, ঢাকাটাইমস, রাইজিংবিডি ও শীর্ষনিউজসহ দেশের ৫৮টি অনলাইন নিউজ পোর্টাল বন্ধের নির্দেশ দিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। এসব পোর্টাল বন্ধে রোববার সব ইন্টারনেট সেবা সরবরাহ সংস্থা এবং আন্তর্জাতিক ইন্টারনেট গেটওয়েকে (আইআইজি) চিঠি দেয়া হয়েছে। বাংলাদেশ ইন্টারনেট সেবা সরবরাহ সংস্থার মহাসচিব মো. ইমদাদুল হক বলেন, রোববার বিকালে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের পক্ষ থেকে এসব ওয়েবসাইট বন্ধ করে দেয়ার জন্য একটি চিঠি দেয়া হয়েছে। এসব জনপ্রিয় নিউজপোর্টাল বন্ধের কারণ জানিয়েছেন বিটিআরসি চেয়ারম্যান জহুরুল হক। তিনি বলেন, রাষ্ট্রবিরোধী এবং অশ্লীল খবর প্রচারের কারণে পোর্টালগুলোর বিরুদ্ধে এই ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তবে কোন পোর্টালের বিরুদ্ধে ঠিক কী অভিযোগ এসেছে, তা তিনি সুনির্দিষ্টভাবে কিছুই বলেননি। কী কারণে এসব পোর্টাল বন্ধ করা হয়েছে এ বিষয়ে আইএসপির মহাসচিব ইমদাদুল হক বলেন, আমাদের কাছে কেবল নির্দেশনা এসেছে, সেখানে কোনো কারণ উল্লেখ করা হয়নি। তিনি বলেন, বিটিআরসির পক্ষ থেকে রোববার বিকালে তাদের কাছে ইমেইলের মাধ্যমে ওই ৫৮টি সাইট বন্ধের নির্দেশ আসে। তারপর থেকে তারা সেই সিদ্ধান্ত কার্যকরের উদ্যোগ গ্রহণ করেন। তবে সোমবার দুপুর পর্যন্ত ওই তালিকার বেশিরভাগ পোর্টাল সক্রিয় অবস্থায় দেখা যায়। এ ব্যাপারে ইমদাদুল হক বলেন, এত পোর্টাল বন্ধ করা টেকনিক্যালভাবে জটিল। তাই এই কাজ কিছুটা সময়সাপেক্ষ। তবে আজ রাতের মধ্যেই তালিকাভুক্ত সব পোর্টাল পর্যায়ক্রমে বন্ধ করা হবে বলে জানান তিনি। তিনি আরও জানান, এ সিদ্ধান্ত দেশের জাতীয় টেলিযোগাযোগ পর্যবেক্ষণ কেন্দ্র-এনটিএমসি, আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বিতভাবে নিয়ে থাকে। ইমদাদুল হক বলেন, এসব সাইট বন্ধের ক্ষেত্রে বিটিআরসি সরাসরি কোনো নির্দেশনা দেয় না। সিদ্ধান্ত মূলত এনটিএমসি নিয়ে থাকে। যেখানে আর্মি পুলিশ যৌথভাবে পোর্টালগুলো পর্যবেক্ষণ করে।

১১ই ডিসেম্বর ২০১৮ইং

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.