Type Here to Get Search Results !

দেশ বিদেশের ১৫০টি স্টল নিয়ে শিশু উদ্যানে শুরু হচ্ছে এক্সপো

তন্ময় বনিক,আগরতলাঃ
 ৬০টি আন্তর্জাতিক ও ৯০টি দেশীয় স্টল নিয়ে শুরু হচ্ছে তৃতীয় আন্তর্জাতিক এক্সপো। শুক্রবার (৪ জানুয়ারি) থেকে আগরতলা শিশু উদ্যানে তা শুরু হবে, চলবে ২০ জানুয়ারি পর্যন্ত। সন্ধ্যায় উদ্বোধনী অনুষ্ঠানে থাকবেন ত্রিপুরা ইন্ডাস্ট্রিয়াল ডেভলাপমেন্ট কর্পোরেশনের চেয়ারম্যান টিঙ্কু রায়, আগরতলা পুর নিগমের মেয়র ডঃ প্রফুল্লজিৎ সিনহা, ত্রিপুরা চা উন্নয়ন নিগমের চেয়ারম্যান সন্তোষ সাহা ও এক্সপো কমিটির পেট্রন তথা বিধায়ক আশিষ কুমার সাহা। বৃহস্পতিবার শিশু উদ্যানে এক্সপো কমিটির পক্ষ থেকে এক সাংবাদিক সম্মেলনে এখবর জানানো হয়। অল ত্রিপুরা মার্চেন্ট এ্যাসোসিয়েশনের প্রয়াত সদস্য চানমোহন সাহার স্মৃতিতে এবারের এক্সপোর আয়োজন করা হচ্ছে। মেলা প্রাঙ্গনে মঞ্চের নামও রাখা হচ্ছে চানমোহন সাহা স্মৃতি মঞ্চ। প্রতিদিন বেলা ১২টা থেকে রাত ৯টা পর্যন্ত এক্সপো চলবে। বাংলাদেশ থেকে যে সমস্ত ব্যবসায়ী ও শিল্পপতিরা আসছেন তাদের জন্য মেলা প্রাঙ্গনের এক পাশে পৃথক জায়গার ব্যবস্থা করা হয়েছে। এদিনের সাংবাদিক সম্মেলনে ছিলেন অল ত্রিপুরা মার্চেন্ট এ্যাসোসিয়েশনের সম্পাদক সুজিত রায়, সহ সভাপতি মিন্টু কর, এক্সপো কমিটির চিফ অর্গানাইজার রাজ চৌধুরী, অর্গানাইজিং সেক্রেটারি প্রাণগোপাল সাহা সহ অন্যান্যরা। শ্রী রায় জানান, আগামী ৯ জানুয়ারি এক্সপোর মঞ্চে বিশ্ব শান্তির উপর এক বিশেষ অনুষ্ঠান হবে। আলোচনায় অংশ নেবেন বৃন্দাবন বিহারী দাস কাঠিয়াবাবা। বিশেষ করে এই অনুষ্ঠানে সবার উপস্থিতি কামনা করা হয়েছে।
শ্রী রায় আরও জানান, এবারের এক্সপো বৃহৎ পরিসরে হচ্ছে। দেশ বিদেশের ব্যবসায়ী ও শিল্পপতিদের কাছ থেকে ভালো সাড়া পেয়েছেন বলে জানান তিনি। এদিকে শিশু উদ্যানে এখন চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। শতাধিক শ্রমিক কাজ করে চলেছেন সেখানে।

ছবিঋণঃ প্রসেনজিৎ দাস

৩রা জানুয়ারি ২০১৯ইং   

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.