Type Here to Get Search Results !

উচ্চমাধ্যমিকে কলা ও বাণিজ্য বিভাগের ফলাফলে কৃতি তালিকায় ছাত্রীদেরই প্রাধান্য

তন্ময় বনিক,আগরতলাঃ
ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত উচ্চমাধ্যমিকের বিজ্ঞান বিভাগের ফলাফল প্রকাশের পর বৃহস্পতিবার (৬ জুন ) কলা ও বাণিজ্য বিভাগের ফলাফল একসঙ্গে প্রকাশ করা হয়। দুইটি বিভাগকে একসঙ্গে মিলিয়ে সেরা দশের তালিকা প্রকাশ করা হয়েছে। 
এবছর কলা ও বাণিজ্য বিভাগে পাশের হার ৮০.৬২ শতাংশ। এদিন মাদ্রাসা ফাজিল পরীক্ষারও ফল প্রকাশ করা হয়েছে। এক্ষেত্রে পাশের হার ৭২.৭৩ শতাংশ। পর্ষদ সভাপতি ভবতোষ সাহা এদিন সকালে পর্ষদের কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনে ফলাফলের ঘোষণা দেন। কলা ও বাণিজ্য বিভাগের কৃতি তালিকায় দেখা যায় ছাত্রীদেরই প্রাধান্য। ৪৫১ নম্বর পেয়ে প্রথম হয় চন্দ্রপুর কলোনি হায়ার সেকেন্ডারি স্কুলের ছাত্রী তনুশ্রী বিশ্বাস। দ্বিতীয় বিলোনিয়া বিদ্যাপীঠের ছাত্র সৌরভ সরকার। তৃতীয় শিশুবিহার স্কুলের ছাত্রী ঝিমি পাল। চতুর্থ একই স্কুলের ছাত্রী দেবাঞ্জলি দেব। পঞ্চম স্থান অধিকার করে রাণীগঞ্জ গার্লস এর তনুজা সাহা। ষষ্ঠ হয়েছে মতাই দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের জয়শ্রী দত্ত। যুগ্মভাবে সপ্তম স্থান অধিকার করে বেতাগা স্কুলের ছাত্রী বিপাশা দত্ত এবং ধর্মনগর গার্লস এর ছাত্রী স্বর্ণালি রায়। চেবরী সরকারি উচ্চমাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রী রিচা দত্ত অষ্টম স্থান লাভ করে। নবম হয় পশ্চিম পিলাক এইচ এস এর ছাত্র প্রশান্ত দাস। আর দশম স্থান লাভ করেছে আগরতলার কামিনী কুমার সিংহ মেমোরিয়াল স্কুলের ছাত্র অভিষেক চক্রবর্তী।

ছবিঃ সুমিত কুমার সিংহ

৬ই জুন ২০১৯ইং 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.