Type Here to Get Search Results !

নগর জীবনের বেশ কিছু প্রধান সমস্যা নিয়ে সিটিজেন ফোরাম অব ত্রিপুরার সভা

আগরতলা ডেস্কঃ
আজ আগরতলা প্রেস ক্লাবে সিটিজেন ফোরাম অব ত্রিপুরার সভা অনুষ্ঠিত হয় | সভায় সভাপতিত্ব করেন ফোরামের সভাপতি সঞ্জয় পাল | সভায় আগরতলার শহরবাসীর নগর জীবনের বেশ কিছু প্রধান সমস্যা নিয়ে আলোচনা হয় | বিশেষ করে আগরতলার জলডুবি অবস্থা নিয়ে ফোরামের সদস্যরা বিস্তারিত আলোচনা করেন | জন্মলগ্ন থেকে সিটিজেন ফোরাম আগরতলার জলডুবি নিয়ে আন্দোলন চালিয়ে আসছিলো | জলডুবি থেকে আগরতলাকে মুক্ত করার দাবিতে ২০১৭ সালেই রাজধানীতে গণঅবস্থান সংগঠিত করেছিল সিটিজেন ফোরাম | শহরের ক্লাবগুলোকে সাথে নিয়ে সকল রাজনৈতিক দলের প্রতিনিধিদের আমন্ত্রণ জানিয়ে সিটিজেন ফোরাম গণকনভেনশন সংগঠিত করেছিল | এই গণকনভেনশনে বিশেষজ্ঞদের সাথে দফায় দফায় আলোচনা সাপেক্ষে আগরতলাকে জলডুবি থেকে রক্ষা করার একটি প্রস্তাবনাও উপস্থাপিত হয়েছিল সিটিজেন ফোরামের পক্ষ থেকে | তৎকালীন সময়ে রাজনৈতিক দলের প্রতিনিধিদের মধ্যে সেসময়কার বিজেপি সভাপতি তথা বর্তমান মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবও উপস্থিত ছিলেন ঐ গণকনভেনশনে | বর্তমানেও রাজ্য সরকার আগরতলাকে জলডুবি থেকে রক্ষা করতে নিজস্ব প্রয়াস জারি রেখেছেন ঠিকই | তবে আক্ষরিক অর্থে পূর্ববর্তী প্রস্তাবনাকেও বিবেচনায় রেখে আগরতলাকে জলডুবি থেকে মুক্ত করতে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করার জন্য রাজ্য সরকারের কাছে আবেদন জানাচ্ছে সিটিজেন ফোরাম অফ ত্রিপুরা | এসম্পর্কিত যেকোনো ধরণের সহযোগিতা সিটিজেন ফোরাম করতে প্রস্তুত বলে অভিমত ব্যক্ত করেছেন সদস্যরা |
এছাড়াও যানদূর্ঘটনা, পলিথিন ব্যবহার, আগরতলার অবৈধ নেশার ঠেক ইত্যাদিও ফোরাম সদস্যদের আলোচনায় উঠে এসেছে |

ছবিঃ সংগৃহীত

২৮শে জুলাই ২০১৯

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.