Type Here to Get Search Results !

শেষ থেকে শুরু.......বাংলাদেশ থেকে মনোয়ার মানিক এর কবিতা


শেষ থেকে শুরু.......


এক যুগের দ্বারে এসে প্রথম ফিরে পেয়েছি তোমার
হরপ্পামহেঞ্জোদারোর মতন মাটি খুঁড়ে খুঁড়ে
ক্ষুধার্ত সাদা বাজের মতন আকাশে উড়ে উড়ে
অপেক্ষার অক্ষাংশ পেড়িয়ে যখন তোমায় পেলাম
তখন তুমি অন্যকারো
মকমলের মতো নরম বুকেএখন অন্যের নিঃশ্বাস পরে
ডাঁসা ডাঁসা জলপাইয়ের মতো চোখেএখন অন্যের দৃষ্টি পরে
সরস্বতীর সুন্দর দেহএখন অন্য কেউ স্পর্শ করে
এতটা বার্ষিক গতি পেরিয়েতবে কেন আছি আমি অদৃশ্যকে জড়িয়ে?
ভেবেছিপ্রায় এক যুগ আগে;
তোমার বুকে মাথা রেখেএকদিন ফুসফুস ভরে বাতাস নেব
ভাঁজে ভাঁজে লুকিয়ে থাকা তোমার চুলের গন্ধ পাবো
শরীর বেয়ে পরা তোমার সমস্ত ঘামআমার শরীরে লেপটে নেবো
তোমার ঘামের গন্ধ পারফিউম করে আমার শার্টের বুক পকেটে মেখে নেবো
তোমার ঠোঁটচোয়ালকপালচিবুকে আমার নরম ওষ্ঠের দাগ ফেলে দেবো
রোজ সকালে তোমার মুখের প্রথম নিঃশ্বাসের দুর্গন্ধটুকুও আমিই পাবো
তার কিছুই হলো না আমার;
এক যুগের কাছাকাছি এসে তোমাকে ফিরে পেয়েছি
অথচতোমার চুলের গন্ধচিবুকওষ্ঠকপালচোয়াল এখন অন্যকারো
তোমার নরম শরীরে এখন অন্য কেও রোজ গন্ধ খোঁজে
আমি নেইতোমার আপাদমস্তকে আমার কোন চিহ্ন নেই
তবু এলামএতকাল পরে ফিরেই যখন পেলাম
শেষ থেকে হয় যদি শুরুশুরু থেকে শেষ যার নেই


--মনোয়ার মানিক,বাংলাদেশ 

২৭শে অক্টোবর ২০১৯

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.