Type Here to Get Search Results !

করোনা সন্দেহে আখাউড়া ইমিগ্রেশনের চিকিৎসক ঢাকায়

আবু আলী, ঢাকা ॥ করোনায় আক্রান্ত সন্দেহে আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্টে যাত্রীদের স্বাস্থ্য পরীক্ষায় নিয়োজিত এক চিকিৎসককে ঢাকায় আনা হয়েছে। ২৪ মার্চ মঙ্গলবার সকালে ওই চিকিৎসককে রাজধানীতে পাঠানো হয় বলে নিশ্চিত করেন আখাউড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাশেদুর রহমান। তিনি জানান, গত দুই দিন যাবত জ্বর, সর্দি, কাশি ও গলা ব্যথায় ভুগছিলেন ওই চিকিৎসক। অসুস্থতা বোধ করায় তাকে ঢাকায় পাঠানো হয়েছে। জানা গেছে, আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট ব্যবহার করে ভারত-বাংলাদেশ উভয় দেশে যাতায়াত করা পাসপোর্টধারী যাত্রীদের মধ্যে করোনার বিস্তার ঠেকাতে স্বাস্থ্য পরীক্ষার জন্য একজন মেডিকেল অফিসারের নেতৃত্বে একটি টিম গত কয়েকদিন ধরে কাজ করছে। তবে মেডিকেল টিমের সদস্যদের নিজস্ব স্বাস্থ্য সুরক্ষায় মাস্ক ছাড়া অন্য কোনো পারসোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট (পিপিই) ছিল না। অসুস্থ হয়ে পড়া চিকিৎসক এই মেডিকেল টিমে বেশ কয়েকদিন দায়িত্ব পালন করেন।

ক্যাপশন: আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্টে যাত্রীদের স্বাস্থ্য পরীক্ষা করা হচ্ছে। ফাইল ফটো

২৪শে মার্চ ২০২০

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.