Type Here to Get Search Results !

বাড়ি বাড়ি গিয়ে খাদ্যসামগ্রী পৌঁছে দিলেন এসিল্যান্ড সজল

ঢাকা ব্যুরো এডিটর: ফরিদপুর জেলার সদরপুরে গ্রামে ঘুরে বাড়ি বাড়ি গিয়ে কর্মহীন ও অতিদরিদ্র মানুষের কাছে খাদ্য সামগ্রী পৌছে দিচ্ছেন উপজেলা সহকারী কমিশনার(ভূমি)সজল চন্দ্র শীল। ফরিদপুর জেলা প্রশাসনের সার্বিক তত্ত্বাবধান ও সদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও)পূরবী গোলদারের নির্দেশনায় প্রতিদিনই বিভিন্ন ইউনিয়নে এগুলো বিতরণ করা হচ্ছে। সোমবার(৩০ মার্চ) সদরপুর ইউনিয়নের ৯টি ওয়ার্ডে বাড়ি বাড়ি গিয়ে ১৮০ টি পরিবারের সদস্যদের হাতে খাদ্যসামগ্রী তুলে দেন তিনি। দুস্থ ও নিম্ন আয়ের মানুষের জন্য প্রধানমন্ত্রীর পক্ষ থেকে পাঠানো এ খাদ্য সামগ্রী যথাযথভাবে গ্রামে গ্রামে পৌছে দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন দায়িত্বরত এসিল্যান্ড। নির্বাহী ম্যাজিস্ট্রেট সজল চন্দ্র শীল বলেন, পর্যায়ক্রমে সদরপুর উপজেলার সব ইউনিয়নের দরিদ্র, রিকশা চালক, অটোরিকশা, নসিমন, দিন মজুর সহ নিম্ন আয়ের, ক্ষুদ্র ব্যবসায়ীদের বাড়ি বাড়ি পৌঁছে দেয়া হবে। খাদ্যসামগ্রীর মধ্যে রয়েছে ১০ কেজি চাল, ২ কেজি মসুরি ডাল ও ৫ কেজি আলু। এই খাদ্যসামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. জালাল উদ্দীন।

৩০শে মার্চ ২০২০

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.