Type Here to Get Search Results !

আগরতলার ইসকন মন্দিরে স্নানযাত্রা উৎসবে সামিল পূর্বোদয়ার সাধারণ সম্পাদিকা শ্রীমতী নীতি দেব


বিশেষ প্রতিনিধি,আগরতলাঃ
"আমরা হিন্দু। হিন্দু কোন ধর্ম নয়, হিন্দু এক সংস্কার ও সংস্কৃতি। আর আমাদের ভারতীয় সংস্কৃতি বলে, আমাদের কোন না কোন বিষয়ের উপর বিশ্বাস রয়েছে। আমাদের বিশ্বাসের অন্যতম হলেন প্রভু জগন্নাথ, শিব এবং অন্যান্য দেবতা ।" শুক্রবার আগরতলার বনমালীপুর ইসকন মন্দিরে জগন্নাথ দেবের স্নানযাত্রা উৎসবে অংশ নিয়ে এই কথা বলেন পূর্বোদয়া সামাজিক সংস্থার সাধারন সম্পাদিকা শ্রীমতি নীতি দেব ।


তিনি বলেন মনের শান্তি, আত্মার শান্তি, শুধুমাত্র আজকের দিনে জগন্নাথ দেবের সামনে মাথা ঠেকালেই পাওয়া যায়। এদিন তিনি মন্দির চত্বরে পৌঁছলে দায়িত্বপ্রাপ্ত মহারাজ বিশেষ উত্তরীয় পরিয়ে তাঁকে বরণ করেন ।
এরপর তিনি বিশেষ উপাচার মেনে জগন্নাথদেবের স্নানযাত্রা পূজায় অংশ নেন। নিজের হাতে জগন্নাথের বিগ্রহকে স্নান করিয়ে আরতীও করেন ।




করোনা পরিস্থিতির কারণে এবছর ইসকন মন্দিরে অন্যান্যবারের মত তেমন কোনো বিশেষ আয়োজন করা হয়নি । অল্প কয়েকজন ভক্ত সামাজিক দূরত্ব মেনে এদিনের উৎসবে হাজির হন । অন্যান্য ভক্তদের সঙ্গে  নাম গানে কিছু সময় অতিবাহিত করেন পূর্বোদয়ার সাধারণ সম্পাদিকাও।

বিশ্ব পরিবেশ দিবসের দিনটিতেই অনুষ্ঠিত হলো জগন্নাথ দেবের স্নানযাত্রা উৎসব ।
তাই এদিন মন্দির চত্বরে বৃক্ষরোপণও করেন শ্রীমতি নীতি দেব।


৫ই জুন ২০২০

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.