Type Here to Get Search Results !

আইএনপিটি'র সঙ্গে জোটের পথে কংগ্রেসঃ পীযূষ কান্তি বিশ্বাস

তন্ময় বনিক,আগরতলা,আরশিকথাঃ
এডিসি নির্বাচনে আইএনপিটি এবং কংগ্রেসের মধ্যে জোট হচ্ছে।শুধু তাই নয় উপজাতিভিত্তিক দলগুলির মধ্যে বৃহত্তর জোট হতে পারে।এমনটাই জানালেন প্রদেশ কংগ্রেস সভাপতি পীযূষ কান্তি বিশ্বাস।রবিবার দলের পক্ষ থেকে এক সাংবাদিক সম্মেলনে একথা জানান তিনি।
ইতিমধ্যে আইএনপিটি'র সঙ্গে কংগ্রেসের একপ্রস্থ আলোচনা হয়েছে।তাছাড়া অন্যন্য উপজাতি ভিত্তিক দলগুলির সঙ্গেও আলোচনার মাধ্যমে বৃহত্তর জোট গঠনের চেষ্টা চলছে।এদিনের সাংবাদিক সম্মেলনে কেন্দ্র ও রাজ্য সরকারের বিভিন্ন ইস্যুতে সমালোচনা করেন শ্রী বিশ্বাস।
তিনি সরাসরি অভিযোগ করে বলেন,প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গণতন্ত্র মেনে চলেন না।শ্রমিক কৃষকদের স্বার্থ বিরোধী সিদ্ধান্ত নিচ্ছেন।কর্পোরেটদের স্বার্থে কাজ করে চলেছেন।সংবিধান বিরোধী সিদ্ধান্ত নিচ্ছেন।দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে এবং বেকারদের কর্মসংস্থানের কোনও উদ্যোগ নেওয়া হচ্ছে না।একই পথে চলছে রাজ্য সরকারও।আজ করোনা আক্রান্তের সংখ্যা বৃদ্ধির পেছনেও ভুল সিদ্ধান্ত দায়ী।তবে লক ডাউনকে তারা সমর্থন করেন।সমস্ত অংশের মানুষের প্রতি আহ্বান জানান লক ডাউনের নিয়মনীতি মেনে চলার।করোনা মোকাবিলায় কংগ্রেস দল সরকারকে সহযোগিতা করতে চায়।শ্রী বিশ্বাস মানুষের প্রতি আহ্বান জানান,কেউ যেন বাড়ি থেকে বের না হন।বর্তমান পরিস্থিতিতে কংগ্রেস সাংগঠনিক বিভিন্ন কর্মসূচী বন্ধ রেখেছে বলেও জানান তিনি।এদিনের সাংবাদিক সম্মেলনে অন্যান্যদের মধ্যে ছিলেন দলের মুখপাত্র হরেকৃষ্ণ ভৌমিক,লক্ষ্মী নাগ,বাপ্টু চক্রবর্তী সহ অন্যান্যরা। 


ছবিঃ সুমিত কুমার সিংহ
আরশিকথা

২৬শে জুলাই ২০২০ 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.