Type Here to Get Search Results !

বাংলাদেশে আটকে পড়াদের ফেরত নিতে পশ্চিমবঙ্গকে কেন্দ্রের চিঠি

বিশেষ প্রতিনিধি, ঢাকা ব্যুরো অফিস,আরশিকথাঃ করোনা ভাইরাসের ছড়িয়ে পড়া রুখতে মার্চ মাসের শেষের দিকে ভারত জুড়ে তড়িঘড়ি লকডাউন জারি করে কেন্দ্রীয় সরকার। আগাম কোনও খবর ছাড়া ওই লকডাউন জারি হয়ে যাওয়ায় সেই সময় পশ্চিমবঙ্গ থেকে বাংলাদেশে আসা বহু ভারতীয় আটকে পড়েন। তারপর থেকে আর দেশে ফেরা হয়নি তাদের। এমন অবস্থায় আটকে পড়াদের ফেরানোর ব্যবস্থা করার অনুরোধ জানিয়ে পশ্চিমবঙ্গ সরকারকে চিঠি দিয়েছে কেন্দ্র। চিঠিতে বলা হয়, ‘ঢাকায় খোঁজখবর নিয়ে আমরা জানতে পেরেছি যে, পেট্রাপোল-বেনাপোল ইন্টিগ্রেটেড চেকপোস্ট এলাকা দিয়ে ২,৩৯৯ জন মানুষ বাংলাদেশ থেকে পশ্চিমবঙ্গে ফিরে আসতে চাইছেন এবং আরও ২৮১ জন ফুলবাড়ি-বাংলাবান্ধা সীমান্ত দিয়ে রাজ্যে ফিরতে চাইছেন।’ জানা গেছে, বাংলাদেশে আটকে পড়াদের বেশিরভাগই দিনমজুর। কেন্দ্রীয় সরকারের চিঠি প্রসঙ্গে পশ্চিমবঙ্গের উচ্চ পদস্থ এক সরকারি কর্মকর্তা সংবাদমাধ্যমকে বলেন, পশ্চিমবঙ্গ সরকার কেন্দ্রের এই অনুরোধ বিবেচনা করে দেখছে এবং তাদের ফেরাতে কী করা যায় তার পরিকল্পনা করছে। ওই কর্মকর্তা আরও বলেন, ‘দেশে ফেরার জন্য ট্রেনে ওঠার আগে আটকে পড়া ওই মানুষদের স্বাস্থ্য পরীক্ষা করার বিষয়টি কিন্তু কেন্দ্রীয় সরকারকে নিশ্চিত করতে হবে।’ এরইমধ্যে কেন্দ্রীয় সরকার রেলমন্ত্রণালয়কে একটি চিঠি মারফত বাংলাদেশ থেকে আটকে পড়াদের ফেরাতে বিশেষ ট্রেনের কথা বিবেচনার অনুরোধ জানিয়েছে।

১০ই আগস্ট ২০২০

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.