Type Here to Get Search Results !

ভারত-বাংলাদেশের শিল্পীদের সমন্বয়ে অনলাইনে বর্ষামঙ্গল

প্রভাষ চৌধুরী,ঢাকা,আরশিকথাঃ করোনার বিষবাষ্পে মানুষ যখন একরাশ হতাশায় আচ্ছন্ন হয়ে পড়েছে। সে সময় কিছুটা মানসিক প্রশান্তির জন্য ত্রিপুরা, বাংলাদেশ, শিলচর ও কলকাতার বিশিষ্ট শিল্পী সমন্বয়ে অনলাইনে বর্ষামঙ্গল অনুষ্ঠানের আয়োজন করেছে ‘মনের ক্যানভাস’। ‘শাওন গগনে ঘোর ঘনঘটা’ শীর্ষক অনুষ্ঠানটি মনের ক্যানভাসের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেইজে সম্প্রচার করা হবে ৪,৫ ও ৬ আগস্ট প্রতিদিন রাত ১১টায়।উল্লেখ্য, উদ্যোক্তাদের তরফে জানানো হয় যে গোটা অনুষ্ঠানটি সদ্য প্রয়াত জাতীয় এবং আন্তর্জাতিক বহু সম্মানে ভূষিত তথা ত্রিপুরা রাজ্যের বরিষ্ঠ সাংস্কৃতিক ব্যক্তিত্ব এবং লেখক শ্রী অগ্নিকুমার আচার্য এর প্রতি উৎসর্গ করা হয়েছে।পাশাপাশি গভীর শোক প্রকাশ করে তাঁর বিদেহী আত্মার চিরশান্তি কামনা করেছেন উদ্যোক্তাগণ। অনুষ্ঠান ভাবনা ও নির্দেশনায় রয়েছেন বিশিষ্ট সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব অমিত ভৌমিক। সঞ্চালনায় শিবানী ভট্টাচার্য এবং সম্পাদনায় সন্তোষ পাল। এক্সিল্যান্ট প্রিন্টিং প্রেসের ও মনের ক্যানভাসের যৌথ নিবেদনে আয়োজিত এই অনুষ্ঠানে প্রতিদিনই সঙ্গীত,নৃত্য ও আবৃত্তিতে অংশ নেবেন বিশিষ্ট শিল্পীরা। ৪ আগস্টের অনুষ্ঠানে অংশ নেবেন বাংলাদেশের বিশিষ্ট শিল্পীরা যথাক্রমে মহাদেব ঘোষ, কাজী মাহতাব সুমন, কামাল আহমেদ এবং রাশেদ হাসান। কলকাতার শিল্পীদের মধ্যে অংশ নিচ্ছেন পম্পা রায় বসু। শিলচর থেকে শিল্পী মঞ্জুশ্রী দাস এবং অমিত সিকিদার, ত্রিপুরা থেকে অংশ নিচ্ছেন আদৃতা দত্ত, শাওলী রায় এবং পুস্পিতা চক্রবর্তী। ৫ আগস্টের অনুষ্ঠানে বাংলাদেশের শিল্পী কেয়া হালদার, মাসুদুজ্জামান, মনির হোসেন এবং সংযুক্তা রায় অংশ নেবেন। কলকাতা থেকে অংশ নেবেন মনিদীপা ভট্টাচার্য। ত্রিপুরা থেকে অংশ নিচ্ছেন ইন্দ্রাণী চক্রবর্তী, উপমা দাশ ব্রহ্ম, সর্বানী দাশ দত্ত, অমর ঘোষ, পিয়ালী ব্যানার্জি বর্ধন রায়। ৬ আগস্ট তৃতীয় পর্ব তথা সমাপ্তি দিবসের অনুষ্ঠানে অংশ নেবেন বাংলাদেশের শিল্পী বাসির দুলাল, কলকাতা থেকে অংশ নেবেন নরেশ নন্দী ও সৌরেন চট্টোপাধ্যায়। শিলচর থেকে অংশ নেবেন শর্মিষ্ঠা দাস চাকী ও মৌটুসী সাহা রায়। ত্রিপুরা থেকে অংশ নেবেন অনুষা চক্রবর্তী, আরাত্রিকা ভৌমিক, মৌটুসী দাস, অনিন্দিতা সাহা ও সুমন বনিক। অনুষ্ঠানটি উপভোগ করার জন্য সকলের প্রতি আহ্বান জানানো হয়েছে।

৩রা আগস্ট ২০২০

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.