Type Here to Get Search Results !

ভারতে আবারো বাড়ল সংক্রমণ, নতুন মৃত ১১১৫

।। আরশি কথা, ঢাকা ডেস্ক।। একদিন পরই আবারো করোনা সংক্রমণ বেড়ে গেছে ভারতে। গতকাল ৭৫ হাজারের কোটায় থাকলে আজ তা ৮৯ হাজার ৭০৬ জনে পৌঁছেছে। এদিন আরও ১ হাজার ১১৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশটিতে মোট ৭৩ হাজার ৮৯০ জনের প্রাণ কাড়ল করোনা। দেশে মোট আক্রান্তের সংখ্যা এখন ৪৩ লাখ ৭০ হাজার ১২৮ জন। মোট মৃত্যুর নিরিখে বিশ্বের তৃতীয় স্থানে রয়েছে ভারত। বিগত কয়েক দিন ধরেই দৈনিক মৃত্যুর সংখ্যাতেও অন্যান্য দেশকে পেছনে ফেলছে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম জনবহুল এই দেশটি। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুসারে, গত ২৪ ঘণ্টায় করোনায় ভারতে মৃত্যু হয়েছে ১ হাজার ১১৫ জনের। এ নিয়ে দেশটিতে মোট ৭৩ হাজার ৮৯০ জনের মৃত্যু হলো। এর মধ্যে মহারাষ্ট্রেই মারা গেছেন ২৭ হাজার ৪০৭। দ্বিতীয় স্থানে থাকা তামিলনাড়ুতে মোট মৃত ৮ হাজার ছাড়িয়েছে। তৃতীয় স্থানে থাকা কর্নাটকে মৃতের সংখ্যা সাড়ে ৬ হাজার ৬৮০। রাজধানী দিল্লিতে সংখ্যাটা ৪ হাজার ৬১৮। অন্ধ্রপ্রদেশে (৪,৫৬০), উত্তরপ্রদেশ (৪,০৪৭), পশ্চিমবঙ্গ (৩,৬৭৭) ও গুজরাট (৩,১৩৩) মৃত্যু তালিকায় উপরের দিকে রয়েছে। পাঞ্জাব (১,৯৯০), মধ্যপ্রদেশ (১,৬০৯), রাজস্থানে (১,১৬৪) মোট মৃত্যু বেড়ে চলেছে। এরপর তালিকায় রয়েছে তেলেঙ্গানা, হরিয়ানা, জম্মু ও কাশ্মীর, বিহার, উড়িষ্যা, ঝাড়খণ্ড, উত্তরাখণ্ড, ছত্তীসগঢ়, গোয়া-র মতো রাজ্যগুলো।

ছবিঃ সৌজন্যে ইন্টারনেট

আরশিকথা
৯ই সেপ্টেম্বর ২০২০

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.