Type Here to Get Search Results !

কাদম্বরী সম্মান পেলেন বাচিক শিল্পী শাওলী রায় ঃ ত্রিপুরা

বিশেষ প্রতিনিধি,আগরতলা,আরশিকথাঃ

নারীর ক্ষমতায়নে ও নারীদের অধিকার সুরক্ষায় বাচিক শিল্পী শাওলী রায়ের শিল্পিত উচ্চারণ সুশীল সমাজকে প্রাণিত করে চলেছে বারবার।বিশেষ করে নারী স্বাধীনতার বিভিন্ন দিক নিয়ে শিল্পীর অসামান্য আবৃত্তিগুলির পাশাপাশি করোনা ক্রান্তিকালে আবৃত্তি উপস্থাপনার মাধ্যমে মানুষকে সচেতনতার বার্তা দেবার পাশাপাশি এই দুঃসময়েও ভারত- বাংলাদেশের মধ্যে অনলাইনে কবিতায় সাংস্কৃতিক যাপনের মাধ্যমে যে মানসিক সুস্থতার বার্তা দিয়ে চলেছেন শিল্পী, তার এই নান্দনিক অবদানকে আজ সম্মান জানালো সঙ্গীত নৃত্য সোসাইটি। আজ সন্ধ্যায় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের দ্বিশতবর্ষ পূর্তি উপলক্ষে শহর দক্ষিণাঞ্চলে আয়োজিত এক মনোজ্ঞ অনুষ্ঠানে শিল্পী শাওলী রায়কে সঙ্গীত নৃত্য সোসাইটির পক্ষ থেকে কাদম্বরী সম্মাননা প্রদান করা হয়।সম্মাননা হিসেবে উত্তরীয়, মানপত্র, স্মারক ও পুষ্পস্তবক প্রদান করা হয় শিল্পীকে।শিল্পীকে সম্মাননা জ্ঞাপন করেন সঙ্গীত নৃত্য সোসাইটির সম্পাদিকা শিবানী গোস্বামী ভট্টাচার্য।সম্মাননা গ্রহণ করে শিল্পী শাওলী রায় বলেন, এ সম্মাননা আগামীদিনে কাজ করার ক্ষেত্রে অনুপ্রেরণা যোগাবে।প্রসঙ্গত, ত্রিপুরা ছাড়াও কলকাতা, আসাম, বাংলাদেশে শিল্পীর আবৃত্তি প্রসংশিত হয়েছে বহুবার।শিল্পীর উল্লেখযোগ্য সম্মাননার মধ্যে রয়েছে কলকাতার প্রসাদ পুরস্কার, সুরনন্দন ভারতীর আবৃত্তিনন্দন সম্মান, নারী দিবসে স্বর্ণকমলের শ্রী সম্মান, ভারতীয় জনতা পার্টি মহিলা মোর্চার সম্মাননা প্রমুখ।তাছাড়া ত্রিপুরা ও বাংলাদেশে সম্মানিত হয়েছেন বহুবার বহু প্রতিষ্ঠানের তরফে।শিল্পীর আবৃত্তিচর্চার মূল প্রেরণা তার জীবনসঙ্গী রাজ্যের বিশিষ্ট সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব অমিত ভৌমিক, কন্যা আরাত্রিকা ও তার পরিবার।প্রসঙ্গত, আজকের নান্দনিক সন্ধ্যায় বিশিষ্ট অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ট লেখক সুজিত ভৌমিক, পুরস্কার প্রদান কমিটির সম্পাদিকা অঞ্জনা দেবনাথ, চৈতালি কালচারেল একাডেমির সভাপতি সুমনা দেব, সুরভি কলা কেন্দ্রের সম্পাদিকা অর্পিতা দত্ত, কমলেশ্বরী সঙ্গীত বিদ্যাপিঠের সভাপতি চম্পা চক্রবর্তী, সমাজসেবী গায়ত্রী পাল, সুনন্দা সঙ্গীত শিক্ষা কেন্দ্রের সম্পাদিকা রুমা দাস, সঙ্গীত নৃত্য সোসাইটির প্রাক্তন সভাপতি পান্নালাল ভট্টাচার্য প্রমুখ।

আরশিকথা

২৭শে সেপ্টেম্বর ২০২০  


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.