Type Here to Get Search Results !

শারদোৎসবে নাইট কারফিউ সহ থাকছে আরও বিধিনিষেধঃ ত্রিপুরা

নিজস্ব প্রতিনিধি,আগরতলা,আরশিকথাঃ

শারদোৎসবে থাকছে নাইট কারফিউ।তবে রাত আরও কয়টা থেকে নাইট কারফিউ শুরু হবে তা পূজা উদ্যোক্তাদের সঙ্গে বৈঠক করে চূড়ান্ত করা হবে।শুক্রবার (৪ সেপ্টেম্বর) মন্ত্রীসভার বৈঠকের পর জানিয়ে দিলেন আইনমন্ত্রী রতন লাল নাথ। আসন্ন শারদোৎসব উপলক্ষে সরকারের গৃহীত গাইড লাইন এদিন সাংবাদিক সম্মেলনে তুলে ধরেন তিনি।বলেন পূজার মণ্ডপ হতে হবে উন্মুক্ত।মানুষ যেন দূর থেকে প্রতিমা দর্শন করতে পারেন।স্বেচ্ছায় যদি কেউ চাঁদা দেন তবেই চাঁদা গ্রহন করা যাবে। কোনও রকম বিনোদনমূলক অনুষ্ঠান করা যাবে না।দশমীতে ৩০ জনের বেশি যেতে পারবেন না।প্রসাদ বিতরণের ব্যবস্থা রাখা যাবে না।

এদিকে পরীক্ষা প্রসঙ্গে শিক্ষামন্ত্রী শ্রী নাথ বলেন,সর্বোচ্চ আদালত নির্দেশ দিয়েছে ৩০ সেপ্টেম্বরের মধ্যে কলেজের ফাইন্যাল পরীক্ষা গ্রহণ করতে হবে।এবিষয়ে রাজ্য সরকার শনিবার (৫ সেপ্টেম্বর) সিদ্ধান্ত নেবে বলে জানান তিনি।করোনা পরিস্থিতি প্রসঙ্গে মন্ত্রী শ্রী নাথ জানান, এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ১২৯ জনের।এর মধ্যে পশ্চিম জেলাতেই সবচাইতে বেশি ৭২ জনের মৃত্যু হয়েছে।রাজ্য সরকার সম্প্রতি ৩৪ জন ডাক্তার নিয়োগ করেছে।আরও ১৫ জনের অনুমোদন দেওয়া হয়েছে।নার্স নিয়োগ করা হয়েছে ৪৯ জন।  


ছবিঃ সুমিত কুমার সিংহ

আরশিকথা


৪ঠা সেপ্টেম্বর ২০২০


 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.