তাই ছোটবেলা থেকে দৃঢ়তার সাথে পজেটিভ 'না' কি করে বলা যায় এটা পারিবারিক শিক্ষা থেকে সম্ভব। দৃঢ়চেতা মানুষ - তাই সিদ্ধান্তে অটল থেকে 'না' বলতে পারেন বলেই তিনি আত্মবিশ্বাসী হোন। অথচ ছোটবেলা থেকে একটা বাচ্চার 'না'-কে না-মেনে নেওয়ার মধ্য দিয়ে অভিভাবকরা আত্মবিশ্বাস তৈরীতে শিশুকে যথাযথ শিক্ষা না দিতে পারলে - শিশুর সঙ্গে 'জেদী' বিশেষণটা জুড়ে দেয়। আজকালকার এককোটি পরিবারের সন্তান ছোটবেলা থেকে আত্মকেন্দ্রিকতার পাঠ নিয়ে বড় হয়। পাশের বাড়ির ছেলেটি বা মেয়েটিকে কখনো নিজের ভেবে শাসন করতে আসেন না। কারণ অভিভাবকরা ভাবেন, আমি যে বলবো অন্যায় হচ্ছে, করা উচিত নয় - এটা বলতে পারেন না, হয়তো এর পেছনে কাজ করে অদ্ভুত এক নেগেটিভ মানসিকতা। একদিন দু'দিন নয় পরপর অনেকদিন একই বিষয়ের সুপরামর্শ নেগেটিভ থেকে পজেটিভ হতে পারে - সেটা আমরা বুঝিনা, বুঝিনা বলেই প্রয়োজনে 'না' বলার অনীহা থেকে জন্মায় এক অদ্ভুত মানসিকতা। যা আমাদের প্রশ্নচিহ্নের মুখে দাঁড় করায়। এটা কি ভাববেন না? না ভাবাটাই কাল হয়ে দাঁড়ায়। সময় কাউকে রেয়াৎ করেনা। ভাববো না কেন - এই চিন্তাধারাতেই 'না' টা পজেটিভ হয়। তাই - "না বলা জানতি হয় গো...।।"
লেখিকাঃ নন্দিতা দত্ত,সাংবাদিক এবং সঞ্চালিকা
(আকাশবাণী ও দূরদর্শন)
৫ই আগস্ট ২০১৮ইং