আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    দূষণের মাত্রা কমিয়ে ওজনস্তর রক্ষা করার আহবান বিজ্ঞানমন্ত্রীর

    আরশি কথা
    তন্ময় বনিক,আগরতলাঃ
     সূর্যের ক্ষতিকারক অতি বেগুনী রশ্মিকে পৃথিবীতে আসতে বাঁধা দিচ্ছে ওজনস্তর। এই বেগুনী রশ্মি সরাসরি পৃথিবীতে আসলে ত্বকের ক্যান্সার, ফসলের ক্ষতি সহ অনেক কিছুই হতে পারে। কিন্তু এখন দূষণের কারণে বায়ুমন্ডলের ওজনস্তরে ছিদ্র হয়ে যাচ্ছে। কথাগুলি বলেছেন বিজ্ঞান, প্রযুক্তি ও পরিবেশ দপ্তরের মন্ত্রী সুদীপ রায় বর্মণ। শুক্রবার(২৮ সেপ্টেম্বর) বিশ্ব ওজনস্তর দিবস উদযাপন করা হয়। আগরতলায় বিজ্ঞান, প্রযুক্তি ও পরিবেশ দপ্তরের উদ্যোগে মূল অনুষ্ঠান হয় সুকান্ত একাডেমিতে। 
    বিজ্ঞানমন্ত্রী ছাড়াও অনুষ্ঠানে ছিলেন দপ্তরের সচিব অশোক কুমার, অধিকর্তা শিবানন্দ এস তলওয়ার, রামঠাকুর কলেজের কেমিস্ট্রির অধ্যাপক ডঃ অরিজিৎ দাস সহ অন্যান্যরা। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বিজ্ঞানমন্ত্রী ওজনস্তর আমাদেরকে সূর্যের অতি বেগুনী রশ্মির ক্ষতিকর প্রভাব থেকে কিভাবে রক্ষা করছে তার ব্যাখ্যা দেন। পাশাপাশি ওজনস্তর কিভাবে ক্ষতিগ্রস্থ হচ্ছে তাও তুলে ধরেন। ডিওডোরেন্ট, এয়ারকন্ডিশনে যে গ্যাস ব্যবহার করা হচ্ছে এর থেকে ছিদ্র হচ্ছে ওজনস্তরে। তাই বায়ুমন্ডলে ওজনস্তর যেন অক্ষত থাকে তার জন্য দূষণের মাত্রা কমাতে হবে। ক্লোরো ফ্লুরো কার্বনের ব্যবহার কমাতে হবে। অনুষ্ঠানে ভিডিও শো এর মাধ্যমে ওজনস্তর কিভাবে ক্ষতিগ্রস্থ হচ্ছে এবং এর ক্ষতিকারক প্রভাব তুলে ধরা হয়। 

    ছবিঃ সুমিত কুমার সিংহ
    ২৮শে সেপ্টেম্বর ২০১৮ইং          
    3/related/default