Type Here to Get Search Results !

বইমেলা প্রাঙ্গনে ভাঙা হাটের পরিবেশ

আগরতলা ডেস্কঃ
 বইমেলা প্রাঙ্গনে ভাঙা হাটের পরিবেশ। সমাপ্ত হলো ৩৭তম আগরতলা বইমেলা। ১৪ দিন ব্যাপী বইমেলার পর শুক্রবার ( ১ মার্চ ) শিশু উদ্যানে গিয়ে দেখা যায় যেন শ্মশানের নিস্তব্ধতা। 
বই বিক্রেতা ও প্রকাশকরা তাদের অবিক্রিত বই গোছাতে ব্যস্ত। সেগুলি তুলে দেওয়া হচ্ছে রিক্সা কিংবা অটোয়। 'ভাঙা হাট' থেকে যে যার গন্তব্যস্থলে ফিরে যাচ্ছেন। বহিঃ রাজ্যের ব্যবসায়ী ও প্রকাশকদের অধিকাংশই অবশ্য মেলা শেষের আগের দিনই স্টল গুটিয়ে নিয়েছেন। মেলার শেষদিন অর্থাৎ বৃহস্পতিবার ( ২৮ ফেব্রুয়ারি ) ঐ সমস্ত দোকানগুলির ঝাপ বন্ধ ছিলো। 
স্থানীয় ব্যবসায়ী ও প্রকাশকরা অবশ্য মেলার শেষদিন পর্যন্ত দোকান খোলা রেখেছেন। তাদের অবশ্য কিছু দাবি রয়েছে। স্থানীয় এক বই বিক্রেতা জানান, মেলা শুরুর অন্তত তিন-চারদিন আগে যেন স্টলগুলি ব্যবসায়ীদের হাতে তুলে দেওয়া হয়। তাছাড়া মেলা প্রাঙ্গনে জল নিকাশী ব্যবস্থা গড়ে তোলার দাবি তোলেন স্থানীয় বই বিক্রেতারা। তাদের অভিযোগ শেষের কয়েকদিন বৃষ্টিতে অনেকটা ক্ষতি হয়েছে। তবে গত বছরের তুলনায় এবছর ব্যবসা ভালোই হয়েছে বলে স্বীকার করেন এখানকার ব্যবসায়ী ও প্রকাশকরা। 
এখন দেখার বিষয়, আগামী বছর ব্যবসায়ীদের দাবিদাওয়া পূরণে রাজ্য সরকার কতটা উদ্যোগী হয়। প্রতীক্ষা এখন আরও একটি বছরের।

ছবিঃ নিজস্ব

১লা মার্চ ২০১৯ইং 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.