Type Here to Get Search Results !

সীতাকুন্ডে প্রথমবারের মতো সাহিত্য সম্মেলনে কবি-লেখকদের মিলনমেলা

ঢাকা ব্যুরো এডিটর: ট্টগ্রামের সীতাকুন্ডে ছোট কাগজ সবুজের জয়যাত্রা'র সাহিত্য সম্মেলন ও সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার শহরের ইপসা মিলনায়নে এ অায়োজন দুই দেশের কবি লেখক ও সুহৃদদের অাগমনে মুখরিত হয়। সকালে মঙ্গল প্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন সীতাকুন্ড সাংস্কৃতিক পরিষদের সভানেত্রী সূরাইয়া বাকের। এবারের সংখ্যা প্রকাশিত হয়েছে কথাশিল্পী দেবেশ ভট্টাচার্য্যকে নিয়ে। সীতাকুন্ডে এমন অায়োজন এটাই প্রথম। কবি কমলেষ দাস গুপ্তের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পশ্চিম বঙ্গের কবী ও রাজনৈতিক অমৃত মাইতি। প্রখ্যাত কবি, প্রাবন্ধিক ও লিটল ম্যাগাজিন সংগ্রহ কেন্দ্রের পরিচালক কমলেশ দাশ গুপ্তের সভাপতিত্বে সম্মিলনে প্রধান অতিথি ছিলেন পশ্চিমবঙ্গের কবি, প্রাবন্ধিক ও রাজনীতিবিদ অমৃত মাইতি। সম্মিলনে কবি জায়দুল হোসেন, কবি মুসফিক হোসাইন এবং কবি ও প্রাবন্ধিক অমৃত মাইতিকে সম্মাননা প্রদান করা হয়। এসময় সবুজের জয়যাত্রার প্রধান সম্পাদক কবি দেবব্রত সেন বলেন, সবুজের জয়যাত্রা সার্বজনীন; প্রবীণদের পদচিহ্ন অনুসরন করে নবীনদের চলার পথকে সুগম করাই সবুজের জয়যাত্রার লক্ষ্য । সাহিত্য এবং সুস্থ-সংস্কৃতির মূলধারাটাকে নতুন প্রজন্মের কাছে তুলে দেওয়ার উদ্দেশ্যেই সবুজের জয়যাত্রা। নৃত্যশিল্পি কাকলি লামার সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কথাশিল্পি আহমেদ বশীর, পূর্বকোনের ফিচার সম্পাদক শাহীদ হোসেন, কবি আশিষ সেন, কবি ও সাংবাদিক হাফিজ রশিদ খান, কবি সাইফুল ইসলাম রিপন, কথাশিল্পি মানিক রতন শর্মা, কথাশিল্পি শোয়ায়েব মুহামদ, কথাশিল্পি সুভাষ সর্ববিদ্যা, কবি সাদ হাসান, কবি আখতার ইসলাম, কবি শুক্কুর চৌধুরী, কবি পুলক বিশ্বাস, কবি পুলক বড়ুয়া, কবি রথীন দাশ, কবি আখতারি ইসলাম, কবি মহুয়া ভট্টাচার্য, কবি আতাউল হাকিম আরিফ, বাংলাদেশ টেলিভিশনের সংগীত পরিচালক ওস্তাদ অরিন্দম চক্রবর্তী, সীতাকুণ্ড অনলাইন জার্নালিস্ট এসোসিয়েশন এর সাধারন সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম, সীতাকুণ্ড প্রেস ক্লাবের সহ-সাধারন সম্পাদক নাছির উদ্দিন অনিক, সুরাঙ্গন খেলাঘর আসরের সহ-সভাপতি পরেশ দাশগুপ্ত, সাধারন সম্পাদীকা মুন্নি সেন, বারামখানা সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সভাপতি নাহিদ চৌধুরী, সাপ্তাহিক সীতাকুণ্ড পত্রিকার সাহিত্য সম্পাদক লেখক বাসু দেব নাথ। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন লালন শিল্পি দিপংকর চক্রবর্তী দিপ্ত, খেলাঘর সংগঠক ঋক ভট্টাচার্য, সালমান অন্তর, তন্ময় দাশ প্রান্ত, যুব উন্নয়ন ফাউন্ডেশনের সভাপতি এম কে মনির, সংগঠক তুষার চৌধুরী, পাতা দে বৃষ্টি, দেবী আচার্য্য, পূজা মজুমদার, পূজা দাশ। শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান, কবিতা আবৃতি ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের পরিসমাপ্তি হয়।

২৮শে ডিসেম্বর ২০১৯

إرسال تعليق

0 تعليقات
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.