Type Here to Get Search Results !

বাল্যবিয়ে বন্ধ করলেন এসিল্যান্ড, দুইজনের কারাদণ্ড

ঢাকা ব্যুরো অফিস: ফরিদপুরের সরদপুরে বাল্যবিয়ের দায়ে বর ও মেয়ের বাবাকে ৬ মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। রোববার (০৫ জানুয়ারি) বিকেলে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও সহকারী কমিশনার (ভূমি) সজল চন্দ্র শীল এ সাজা দেন। এ সময় ভুয়া জন্মসনদ তৈরির দায়ে কম্পিউটারের এক দোকানদারকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট সজল চন্দ্র বলেন, সদরপুর উপজেলার জামতলার চরবিষ্ণুপুরের বেপারীবাড়ির শাজাহান বেপারীর মেয়ে ও অষ্টম শ্রেণির ছাত্রী ফাতেমা আক্তারের (১৫) সঙ্গে চরভদ্রাসন উপজেলার চরহাজিগঞ্জ গ্রামের শেখ রেজাউলের ছেলে শেখ আব্দুর রশিদের(৩৪) বাল্যবিয়ের আয়োজন করা হয়। এমন খবর পেয়ে চরবিষ্ণুপুরের বেপারী বাড়িতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় মেয়েকে বাল্যবিয়ে দেওয়ার কথা স্বীকার করায় বাবা শাজাহানকে ৬ মাস কারাদণ্ড দেওয়া হয়। এসময় বাল্যবিয়ের দায়ে ৬ মাসের কারাদণ্ড দেওয়া হয় বরকে। একই সঙ্গে ভুয়া জন্ম সনদ তৈরি করায় কম্পিউটার দোকানদারের কাছ থেকে ৪০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। বর ও কনের বাবাকে ফরিদপুর কারাগারে পাঠানো হয়েছে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহায়তা করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা লায়লা রহমান ও সদরপুর থানা পুলিশের সদস্যরা।

৬ই জানুয়ারি ২০২০

إرسال تعليق

0 تعليقات
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.