Type Here to Get Search Results !

১ এপ্রিল থেকে মহাকুম্ভ মেলা : হরিদ্বারে এক সপ্তাহে কোভিড সংক্রমণ বেড়েছে ২৫০ শতাংশ

নিজস্ব প্রতিনিধি,আরশিকথাঃ

আগামী ১ এপ্রিল থেকে উত্তরাখণ্ডে শুরু হচ্ছে এবছরের মহাকুম্ভ মেলা। অথচ হরিদ্বারের কোভিড পরিস্থিতি রীতিমতো ভয়াবহ আকার ধারণ করেছে। দেখা যাচ্ছে, মার্চের প্রথম সপ্তাহের তুলনায় গত এক সপ্তাহে ২৫০ শতাংশ বেড়েছে সংক্রমণ! স্বাভাবিক ভাবেই এই পরিস্থিতিতে অত্যন্ত সতর্ক প্রশাসন। মহাকুম্ভ উপলক্ষে এপ্রিলে অন্তত ৩ থেকে ৫ কোটি তীর্থযাত্রী আসবেন দেবভূমি হরিদ্বারে। গত ১১ মার্চের প্রথম শাহিস্নানে অংশ নিয়েছিলেন ৩.৩ কোটি মানুষ। এরপর ১ এপ্রিল পরবর্তী শাহিস্নানের দিন। ওইদিনই শুরু হচ্ছে মহাকুম্ভ মেলা। এদিকে পরিস্থিতি রীতিমতো ভীতিপ্রদ। মার্চের প্রথম সপ্তাহে যেখানে মাত্র ৭৮ জন করোনা আক্রান্ত হয়েছিলেন, সেখানে গত সাত দিনে সেখানে করোনার প্রকোপে পড়েছেন ২৭৮ জন। ১ মার্চ মাত্র ১৬ জন আক্রান্ত হয়েছিলেন। অথচ শুক্রবার আক্রান্তের সংখ্যা ৫৮! আগামী ১ এপ্রিলই ১ কোটি তীর্থযাত্রী শাহিস্নানে যোগ দিতে আসবেন এখানে। আপাতত সেদিকে লক্ষ রেখে সতর্ক প্রশাসন। চিফ মেডিক্যাল অফিসার ডা. এসকে ঝা জানিয়েছেন, করোনা পরীক্ষার পরিমাণ বাড়াতে তাঁরা দৃঢ়প্রতিজ্ঞ। দিনদুয়েক আগেই উত্তরাখণ্ডের হাই কোর্ট জানিয়ে দিয়েছে, করোনার নেগেটিভ সার্টিফিকেট ছাড়া কাউকেই হরিদ্বারে প্রবেশাধিকার দেওয়া হবে না। এবং অ্যান্টিজেন টেস্ট নয়, আরটি-পিসিআর পদ্ধতিতে করোনা পরীক্ষা করিয়ে সেই রিপোর্ট জমা দিতে হবে।


আরশিকথা দেশ-বিদেশ

২৭শে মার্চ ২০২১

 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.