Type Here to Get Search Results !

লকডাউনে পথকুকুরদের খাওয়াতে ৬০ লক্ষ টাকা বরাদ্দ উড়িষ্যা সরকারের

নিজস্ব প্রতিনিধি, আরশিকথাঃ

 দেশের বিভিন্ন প্রান্তের মতো উড়িষ্যাতেও করোনা সংক্রমণ আটকাতে কড়াকড়ি চলছে। বিধি নিষেধ আরোপ করা হয়েছে উড়িষ্যার ৫ মেট্রোপলিটন কর্পোরেশন, ৪৮ পুরসভা এবং আরও ৬১টি এলাকায়। আর লকডাউনে উড়িষ্যা সরকারের উদ্যোগে পথকুকুর এবং অন্য প্রাণীদের খাওয়ানোর ব্যবস্থা করা হচ্ছে। এই প্রাণীদের খাওয়ানোর জন্য মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক ৬০ লক্ষ টাকা মঞ্জুর করেছেন। এই টাকায় উড়িষ্যার ছোট বড় বিভিন্ন শহরে রাস্তার প্রাণীদের খাওয়ানোর ব্যবস্থা করা হবে। বিভিন্ন এলাকার স্থানীয় স্বেচ্ছাসেবক এবং স্বেচ্ছাসেবী সংগঠনের মাধ্যমে এই কাজ করা হবে। জানা গেছে, ভুবনেশ্বর, কটক, সম্বলপুর, রাউরকেল্লা এবং ব্রহ্মপুরের মতো মেট্রোপলিটন শহরে দৈনিক ২০ হাজার টাকা খরচ করা হবে পথকুকুরদের খাওয়াতে। পুরসভা এলাকাগুলিতে দৈনিক ৫ হাজার টাকা বরাদ্দ করা হয়েছে। আর ৬১টি নির্দিষ্ট এলাকার জন্য দৈনিক ২ হাজার টাকা খরচ করা হবে।


আরশিকথা দেশ-বিদেশ

৯ই মে ২০২১
 

إرسال تعليق

0 تعليقات
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.