Type Here to Get Search Results !

পড়ুয়াদের বিনামূল্যে ট্যাব ও ল্যাপটপ দেবে উত্তরপ্রদেশ সরকার

নিজস্ব প্রতিনিধি,আরশিকথাঃ


রাজ্যের সমস্ত পড়ুয়াকে ট্যাব ও ল্যাপটপ দেওয়ার কথা ঘোষণা করলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ । কয়েক দিন আগেই উচ্চমাধ্যমিক বা দ্বাদশ শ্রেণির পরীক্ষায় উত্তীর্ণ ছাত্রীদের স্মার্টফোন এবং স্নাতক তরুণীদের ইলেকট্রনিক স্কুটি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী। এবার পালটা ঘোষণা যোগীর। সুলতানপুরের এক সরকারি মেডিক্যাল কলেজের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে সেখানে যান মুখ্যমন্ত্রী যোগী। সেখানেই তিনি এই ঘোষণা করেন। তাঁর কথায়, ”উত্তরপ্রদেশের সমস্ত তরুণ প্রজন্মকে আধুনিকতম প্রযুক্তির সঙ্গে সম্পৃক্ত করে তুলতে আমরা নভেম্বরের শেষ সপ্তাহ থেকে সকলকে ট্যাবলেট ও ল্যাপটপ দেব।” কেবল ট্যাবলেট ও ল্যাপটপ দেওয়াই নয়, সেই সঙ্গে ঢালাও চাকরির প্রতিশ্রুতিও দিয়েছেন যোগী। দাবি করেছেন, গত সাড়ে চার বছরে সাড়ে চার লক্ষ তরুণকে সরকারি চাকরি দিয়েছে তাঁর সরকার। দু’দিন আগেই কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী হিন্দিতে টুইট করে লিখেছিলেন, ‘গতকাল আমি কিছু ছাত্রীর সঙ্গে দেখা করেছি। তারা জানিয়েছে, পড়াশোনা আর নিরাপত্তার প্রয়োজনে তাদের স্মার্টফোন দরকার। আমি খুশি যে আজ ইস্তাহার কমিটির সম্মতিতে উত্তরপ্রদেশ কংগ্রেস সিদ্ধান্ত নিয়েছে, রাজ্যে ক্ষমতায় এলে ইন্টার পাস করা মেয়েদের স্মার্টফোন এবং স্নাতক তরুণীদের ইলেকট্রনিক স্কুটি দেওয়া হবে।’ তাঁর এই প্রতিশ্রুতির পরেই এবার পালটা পদক্ষেপ যোগী সরকারের। উল্লেখ্য, উত্তরপ্রদেশে বিধানসভা ভোটের দামামা বেজে গিয়েছে। যোগী সরকারের বিরুদ্ধে একের পর এক অভিযোগ এনে ক্ষমতায় ফিরতে তৎপর কংগ্রেস। পালটা আক্রমণ শানিয়ে চলেছে বিজেপিও।


আরশিকথা দেশ-বিদেশ


তথ্যসূত্রঃ সৌজন্যে ইন্টারনেট

২৪শে অক্টোবর ২০২১
 

إرسال تعليق

0 تعليقات
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.