Type Here to Get Search Results !

মাতা ত্রিপুরেশ্বরী মন্দিরে দীপাবলি উৎসবে বিশেষ ট্রেন পরিষেবাঃ ত্রিপুরা

নিজস্ব প্রতিনিধি,আগরতলা,আরশিকথাঃ


উদয়পুরের মাতা ত্রিপুরেশ্বরী মন্দিরে দীপাবলি উৎসব উপলক্ষে পুণ্যার্থীদের উদয়পুর যাওয়ার জন্য বিশেষ ট্রেন পরিষেবার ব্যবস্থা করা হয়েছে। পরিবহণ দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে বুধবার থেকে আগামী ৬ নভেম্বর পর্যন্ত এই বিশেষ ট্রেন পরিষেবা চালু থাকবে। তাছাড়া ধর্মনগর, আগরতলা, উদয়পুর, সাবুমের মধ্যে নিয়মিত ট্রেন পরিষেবা অব্যাহত থাকবে। রাজ্য পরিবহণ দপ্তর থেকে জানানো হয়েছে বিশেষ ট্রেন পরিষেবা আজ থেকেই চালু করা হয়েছে। সূচি অনুযায়ী বিশেষ ট্রেন ধর্মনগর স্টেশন থেকে সাত্তুমের উদ্দেশ্যে ছাড়বে ৮টা ৪৫ মিনিটে। সাবুম-ধর্মনগর স্পেশাল ধর্মনগর পৌঁছবে ৩ : ২০ মিনিটে। ধর্মনগর সাব্রুম বিশেষ ট্রেন উদয়পুর পৌঁছবে ১৩ : ১২ মিনিটে। উদয়পুর স্টেশন ত্যাগ করবে ১৩ : ১৭ মিনিটে। সাব্রুম-ধর্মনগর বিশেষ ট্রেনটি উদয়পুর স্টেশনে পৌঁছবে ২২ : ৩৭ মিনিটে এবং উদয়পুর স্টেশন ছাড়বে ২২ : ৪২ মিনিটে। ধর্মনগর-সাত্তুম বিশেষ ট্রেনটি সাত্তুম স্টেশনে পৌঁছবে ১৪:৫০ মিনিটে। সাম স্টেশন ত্যাগ করবে ২১ : ১৫ মিনিটে।


আরশিকথা ত্রিপুরা সংবাদ

৩রা নভেম্বর ২০২১
 

إرسال تعليق

0 تعليقات
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.