Type Here to Get Search Results !

উত্তরপ্রদেশে আতঙ্ক ছড়াচ্ছে জিকা ভাইরাস

নিজস্ব প্রতিনিধি,আরশিকথাঃ


উত্তরপ্রদেশে দ্রুত বাড়ছে জিকা ভাইরাসে সংক্রমিতের সংখ্যা। এই পরিস্থিতিতে সতর্ক রাজ্যের প্রশাসন। ইতিমধ্যেই একটি জরুরি বৈঠক করেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। যে করে হোক, সংক্রমণ যাতে আর না বাড়ে তা নিশ্চিত করতে চাইছে যোগী সরকার। শনিবারই কানপুরে ১৩ জনের আক্রান্ত হওয়ার খবর মিলেছিল। এরপর রবিবারেও আক্রান্ত হয়েছেন ১০ জন। সব মিলিয়ে এখনও পর্যন্ত ৮৯ জন জিকা ভাইরাসে সংক্রমিত হয়েছেন উত্তরপ্রদেশে। পরিস্থিতি নিয়ে বলতে গিয়ে কালই কানপুরের জেলাশাসক বিশাক জি জানিয়েছেন, ”৬ নভেম্বর পর্যন্ত জিকায় আক্রান্ত হওয়ার ৭৯টি পজিটিভ কেস পাওয়া গিয়েছে। স্বাস্থ্য দপ্তরের র‌্যাপিড রেসপন্স টিমের সদস্যরা প্রত্য়েক আক্রান্তের বাড়ি যাচ্ছেন। খতিয়ে দেখা হচ্ছে পরিস্থিতি।” শনিবার ১৩ জন নতুন করে আক্রান্ত হওয়ার পরই একটি বৈঠক করেন যোগী আদিত্যনাথ। বৈঠকের পরে  তিনি বলেন, ”কানপুরে জিকা ভাইরাসের সংক্রমণ দ্রুতহারে বৃদ্ধি পেয়েছে। পরিস্থিতির গুরুত্ব বুঝে বিশেষ সতর্কতা অবলম্বন করা হচ্ছে। সমস্ত হাসপাতালেও ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রত্যেক রোগীকেই একটানা পর্যবেক্ষণে রাখা হয়েছে।”


আরশিকথা দেশ-বিদেশ


তথ্যসূত্রঃ ইন্টারনেট

৭ই নভেম্বর ২০২১
 

إرسال تعليق

0 تعليقات
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.