Type Here to Get Search Results !

প্রধানমন্ত্রীর সিদ্ধান্তকে স্বাগত সংযুক্ত কিষাণ মোর্চারঃ আগরতলা

নিজস্ব প্রতিনিধি,আগরতলা,আরশিকথাঃ


প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কৃষি আইন প্রত্যাহারের যে ঘোষণা দিয়েছেন তাকে স্বাগত জানিয়েছেন সংযুক্ত কিষাণ মোর্চার রাজ্য কমিটি। পাশাপাশি বলা হয় সংসদে এই আইন প্রত্যাহার না করা পর্যন্ত আন্দোলন চলবে। সংসদে এই আইন প্রত্যাহার করা হলে সেটা হবে ঐতিহাসিক সাফল্য।

শুক্রবার সংযুক্ত কিষাণ মোর্চার এক সাংবাদিক সম্মেলন ডেকে এই কথাগুলো বলেন পবিত্র কর। তিনি আরো বলেন, বিদ্যুৎ বিল প্রত্যাহার এবং কৃষকদের উৎপাদিত ফসলের ন্যূনতম সহায়ক মূল্য নির্ধারণ করতে হবে। আগামী ২৭নভেম্বর রাজ্যেও এই দাবিকে সামনে রেখে শ্রমিক কৃষকসহ সব অংশের মানুষ আন্দোলনে নামবে বলে জানান তিনি। তাছাড়া দীর্ঘ এই কৃষক আন্দোলনের ফলে যে সমস্ত কৃষকরা শহীদ হয়েছেন তাদের দায়ভারও কেন্দ্রীয় সরকারকে নিতে হবে বলে জানান তিনি।
উল্লেখ্য, গত বছরের ২৬ নভেম্বর থেকে কৃষি আইন প্রত্যাহারের দাবিতে আন্দোলন শুরু করেছিলেন কৃষকরা।


আরশিকথা ত্রিপুরা সংবাদ


ছবিঃ সুমিত কুমার সিংহ

১৯শে নভেম্বর ২০২১
 

إرسال تعليق

0 تعليقات
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.