Type Here to Get Search Results !

রাজধানীতে নারী সমিতির মিছিল,সভাঃ আগরতলা

নিজস্ব প্রতিনিধি,আগরতলা,আরশিকথাঃ


দীর্ঘদিন পর আগরতলা শহরে বিরাট মিছিল করলো গণতান্ত্রিক নারী সমিতি। কিছু দাবি-দাওয়া উত্থাপনের পাশাপাশি বামফ্রন্ট প্রার্থীদের জয়ী করার আহ্বান জানান তারা। নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধি রোধ করা, পেট্রোল, ডিজেল ও রান্নার গ্যাসের দাম কমানো, বিরোধীদের ওপর হামলা সন্ত্রাস বন্ধ করা, নারীদের সুরক্ষা প্রদান, অপরাধীদের আটক ও শাস্তির ব্যবস্থা করা, বাইক বাহিনীর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণসহ একাধিক দাবি উত্থাপন করেন তারা।





মিছিলে সদর মহকুমা ছাড়াও পার্শ্ববর্তী বিভিন্ন মহল থেকে সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতির সদস্যারা অংশ নেন।





মিছিলের পর ওরিয়েন্ট চৌমুহনীর কাছে হয় সভা। সেখানে পুর নিগমের বামফ্রন্ট প্রার্থীদের সর্বসাধারণের সামনে পরিচয় করানো হয়। সভায় বক্তব্য রাখেন উপস্থিত নারী নেত্রীরা।


আরশিকথা ত্রিপুরা সংবাদ


ছবিঃ সুমিত কুমার সিংহ

১৬ই নভেম্বর ২০২১
 

إرسال تعليق

0 تعليقات
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.