Type Here to Get Search Results !

মিছিল ও ডেপুটেশন চাকরিচ্যুত শিক্ষকদেরঃ ত্রিপুরা

নিজস্ব প্রতিনিধি,আগরতলা,আরশিকথাঃ


ফের আন্দোলনে নামেন চাকরিচ্যুত ১০৩২৩ শিক্ষকদের একটি অংশ। তাদের দাবি তাদের যে এম্প্লয়মেন্ট কার্ড আটকে রাখা হয়েছে তা যেন ফিরিয়ে দেওয়া হয়।  পুনরায় যেন তাদের স্কুলমুখী করা হয়। যেন নিয়মিত চাকরি প্রদান করা হয়। তাদের আরো একটি দাবি হচ্ছে ১০৩২৩ শিক্ষকদের চাকরি নিয়ে তদন্ত কমিটি গঠন করা হয়েছে সেই রিপোর্ট যেন প্রকাশ্যে আনা হয়। চাকরিচ্যুতের দাবি নিয়ম বহির্ভূতভাবে চাকরি দিলে সরকার দিয়েছে, এতে তাদের কোনো হাত নেই। চাকরিচ্যুত শিক্ষক-শিক্ষিকাদের মধ্যে এখন পর্যন্ত ১১২ জনের মৃত্যু হয়েছে আর্থিক সংকটের কারণে। কেউ চিকিৎসা করাতে পারেননি, কেউ মানসিক চাপ নিতে পারেননি।



পূর্ব ঘোষণা অনুযায়ী বুধবার জয়েন্ট মুভমেন্ট ফোরাম এবং আমরা ১০৩২৩ এর সদস্যরা রবীন্দ্র ভবনের সামনে জড়ো হন। সেখান থেকে তারা মিছিল করে শিক্ষা ভবনের দিকে এগিয়ে যান। ডেপুটেশন দেওয়া হয় শিক্ষা অধিদপ্তরে।


চাকরির দাবিতে উক্ত সংগঠন আন্দোলন চালিয়ে যাবে বলে জানিয়েছেন সংগঠনের নেতৃত্বরা।


আরশিকথা ত্রিপুরা সংবাদ


ছবিঃ সুমিত কুমার সিংহ

১০ই নভেম্বর ২০২১
 

إرسال تعليق

0 تعليقات
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.