Type Here to Get Search Results !

কুমারঘাট থেকে জার্মানিতে টিনজাত আনারস রপ্তানির সূচনা করলেন মুখ্যমন্ত্রীঃ ত্রিপুরা

নিজস্ব প্রতিনিধি,আগরতলা,আরশিকথাঃ


গতানুগতিক ফলনের পাশাপাশি অর্থকরি ও অন্যান্য ফল বা ফসল উৎপাদনের সঙ্গে মূল্য যুক্ত হলে কৃষিক্ষেত্রে উপার্জন আরও বৃদ্ধি পায়। আনারস সহ অন্যান্য কৃষিজ পণ্য উদ্ভাবনী পন্থায় উৎপাদনের মাধ্যমে আত্মনির্ভরতার নয়া দিশা উন্মোচিত হয়েছে রাজ্যে। শনিবার কুমারঘাট থেকে জার্মানিতে টিনজাত আনারস রপ্তানির সূচনা করে একথা বলেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব।

শনিবার কুমারঘাট ইন্ডাষ্ট্রিয়াল এস্টেট কমপ্লেক্স থেকে ৪০ মেট্রিক টন প্রক্রিয়াজাত আনারস জার্মানীর হামবার্গের উদ্দেশ্যে যাত্রা করে। সবুজ পতাকা নেড়ে দুটি কন্টেইনারের যাত্রা সূচনা করেন মুখ্যমন্ত্রীসহ অন্যান্য অতিথিরা। মুখ্যমন্ত্রী কুমারঘাট ইন্ডাস্ট্রিয়াল এস্টেট এর বিভিন্ন বিভাগ পরিদর্শন করেন এবং আনারস উৎপাদকদের সঙ্গে মতবিনিময় করেন। নালকাটার রামী ডার্লং এর আনারস বাগানটি পরিদর্শন করেন তিনি। তার আগে পাবিয়াছড়া বাজারে হরিনাম সংকীর্তন উৎসবে উপস্থিত হন। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব বলেন, জলপথকে কাজে লাগিয়ে জাতীয় এবং আন্তর্জাতিক বাজারে বাণিজ্যিক পণ্য পরিবহণের সুযোগ সম্প্রসারণ ও পরিবহণ খরচ লাঘবের লক্ষ্যে কাজ করছে রাজ্য সরকার। পরিবহণ ব্যয় সংকোচিত করা গেলে উৎপাদকরা লাভের মুখ দেখবেন। রাজ্যের উৎপাদিত সামগ্রী প্রথমে সড়ক পথ তারপর জলপথে জাতীয় এবং আন্তর্জাতিক বাজারে রপ্তানী করতে অনেকটা সময় এবং অর্থ ব্যয় হয়। সেই জন্য জলপথের মাধ্যমে জাতীয় এবং আন্তর্জাতিক বিভিন্ন জল বন্দরের সাথে যোগাযোগের সুযোগ তৈরীর লক্ষ্যে পরিকল্পনা রূপায়িত হচ্ছে। সঠিক ব্যবস্থাপনার ফলে নায্যমূল্যের অনিশ্চয়তা ও নানাবিধ কারণে উৎসাহ হারিয়ে ফেলা উদ্যোগীরা বর্তমানে নয়া উদ্যমে আত্মনির্ভর হওয়ার জন্য চেষ্টা করছেন। সঠিক ব্যবস্থাপনার ফলে আনারসসহ অন্যান্য কৃষিজ উৎপাদিত পণ্যের চাহিদার পাশাপাশি বেড়েছে লাভের পরিমাণ। মুখ্যমন্ত্রী বলেন, স্বনির্ভর হওয়ার মানসিকতা স্বনির্ভর রাজ্য গঠনের পথকে সমৃণ করে। আত্মনির্ভরতার লক্ষ্যে উদ্ভাবনী ভাবনায় রোজগারের নয়া দিগন্ত উন্মোচিত হয়েছে রাজ্যে। বিশেষ করে কৃষি ও প্রাথমিক ক্ষেত্রের উন্নয়নে অগ্রাধিকারের ভিত্তিতে কাজ করছে সরকার। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন তপশিলী জাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী ভগবান চন্দ্র দাস, বিধায়ক শুধাংশু দাস, শিল্প ও বাণিজ্য দপ্তরের সচিব পি কে গোয়েল, বিধায়ক শম্ভুলাল চাকমা, ঊনকোটি জিলা পরিষদের সভাধিপতি অমলেন্দু দাস, ঊনকোটি জেলার জেলাশাসক।


আরশিকথা ত্রিপুরা সংবাদ


ছবিঃ সংগৃহীত

১৮ই ডিসেম্বর ২০২১
 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.