বিধানসভার আসন্ন চারটি আসনের উপনির্বাচনে ভোট গ্রহণে ইভিএম ও ভিভিপ্যাট প্রিন্টার ব্যবহারে ভারতের নির্বাচন কমিশন যে নির্দেশিকা দিয়েছে তা অনুসরণ করতে হবে। তাই ইভিএম এবং ভিভিপ্যাট প্রিন্টার ব্যবহারের জন্য ভোট প্রক্রিয়ায় নিযুক্ত কর্মীদের উপযুক্ত প্রশিক্ষণ নিশ্চিত করতে হবে। তেমনি নির্বাচকরাও যাতে সঠিকভাবে ইভিএম ও ভিভিপ্যাট প্রিন্টার ব্যবহার করতে পারেন তা সুনিশ্চিত করতে হবে বলে নির্দেশ দিয়েছে ভারতের নির্বাচন কমিশন। তাই ৬-আগরতলা, ৮ টাউন বড়দোয়ালি, ৪৬- সুরমা (এসসি) ও ৫৭-যুবরাজনগর বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ প্রক্রিয়ায় ইলেকশন রুলস-১৯৬১ অনুসারে ইভিএম এবং ভিভিপ্যাট প্রিন্টার ব্যবহার করতে হবে বলে মুখ্য নির্বাচনী আধিকারিকের কার্যালয় থেকে জানানো হয়েছে। তাছাড়া ভারতের নির্বাচন কমিশন কর্তৃক স্বীকৃত ব্যাঙ্গালোরের ভারত ইলেকট্রনিক্স লিমিটেড এবং হায়দ্রাবাদের ইলেকট্রনিক্স কর্পোরেশন অব ইন্ডিয়ার দ্বারা তৈরি ইভিএম এবং ভিভিপ্যাট প্রিন্টার ভোট গ্রহণ প্রক্রিয়ায় ব্যবহৃত হবে।
আরশিকথা ত্রিপুরা সংবাদ
ছবিঃ সৌজন্যে ইন্টারনেট
৯ই জুন ২০২২