আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    রাজ্য সরকার দত্ত চিকিৎসা পরিষেবায় সর্বাধুনিক পরিকাঠামো গড়ে তোলার লক্ষ্যে কাজ করছে : মুখ্যমন্ত্রী

    আরশি কথা

    নিজস্ব প্রতিনিধি,আগরতলা,আরশিকথাঃ


    চিকিৎসক হল সমাজের মহান পেশা। তাই চিকিৎসকদের স্বচ্ছতার মনোভাব নিয়ে রোগীদের স্বাস্থ্য পরিষেবা প্রদান করতে হবে। তবেই জনগণ সর্বোত্তম পরিষেবা পাবেন। শুক্রবার প্রজ্ঞাভবনে ইন্ডিয়ান ডেন্টাল অ্যাসোসিয়েশনের ত্রিপুরা রাজ্য শাখার ২১তম বার্ষিক ডেন্টাল সম্মেলনের উদ্বোধন করে মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা একথা বলেন। দুইদিনব্যাপী এই সম্মেলনের উদ্বোধন করে মুখ্যমন্ত্রী বলেন, অন্যান্য চিকিৎসকদের পাশাপাশি রাজ্যে দন্ত চিকিৎসক পর্যাপ্ত পরিমানে রয়েছেন। জনগণকে সর্বোত্তম পরিষেবা প্রদানের লক্ষ্যে রাজ্য সরকার দন্ত চিকিৎসা পরিষেবায় সর্বাধুনিক পরিকাঠামো গড়ে তোলার লক্ষ্যে কাজ করছে। এক্ষেত্রে দন্ত চিকিৎসকদের চিকিৎসা পরিষেবা প্রদানে আরও আন্তরিক হতে হবে। রোগীদের সঙ্গে আন্তরিক সম্পর্ক গড়ে তোলার উপর গুরুত্ব দিতে হবে। মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যের স্বাস্থ্য পরিকাঠামোর মানোন্নয়নে সরকার বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করে কাজ করছে। দন্ত চিকিৎসকদের চিকিৎসা পরিষেবা প্রদানে কোনও সমস্যা থাকলে রাজ্য সরকার নিশ্চয়ই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। দন্ত চিকিৎসকদের চিকিৎসা পরিষেবা প্রদানের পাশাপাশি সমাজের ভালোর জন্য কাজ করতেও এগিয়ে আসতে হবে। মুখ্যমন্ত্রী বলেন, ইন্ডিয়ান ডেন্টাল অ্যাসোসিয়েশনের রাজ্য শাখার প্রতিনিধিরা রাজ্যে ডেন্টাল কলেজ স্থাপনের জন্য বিগত সরকারের নিকট বহু আবেদন নিবেদন করেছিল। কিন্তু সে সময়ের সরকার রাজ্যে ডেন্টাল কলেজ স্থাপনে কোনও আগ্রহ দেখায়নি। কিন্তু বর্তমান রাজা সরকারের আন্তরিক উদ্যোগের ফলে আই জি এম হাসপাতালে শীঘ্রই ডেন্টাল কলেজ চালু হতে যাচ্ছে। সম্মেলনে উপস্থিত নতুন দন্ত চিকিৎসকরা বরিষ্ঠ দন্ত চিকিৎসকদের অভিজ্ঞতা সঞ্চয় করে চিকিৎসা পরিষেবা প্রদানে আরও আন্তরিক হবেন বলে মুখ্যমন্ত্রী আশা প্রকাশ করেন। অনুষ্ঠানে স্বাস্থ্য দপ্তরের সচিব ড. দেবাশিষ বসু বলেন, রাজ্যের শহর ও গ্রামীণ এলাকায় দাত ও মুখ সম্বন্ধীয় বিভিন্ন রোগের চিকিৎসা পরিষেবা প্রদানের লক্ষ্যে রাজ্যে বর্তমানে প্রয়োজনীয় দন্ত চিকিৎসক রয়েছেন। রাজ্যে আরও দন্ত চিকিৎসকের সংখ্যা বাড়ানোর জন্য রাজ্য সরকারের প্রচেষ্টা থাকবে। বর্তমান রাজ্য সরকার জনগণের কল্যাণে কোনও কিছু চাওয়ার পূর্বেই দাবি পূরণ করে দিচ্ছে। তাই দন্ত চিকিৎসকদের চিকিৎসা পরিষেবা প্রদানে আরও তৎপর থাকতে হবে। অনুষ্ঠানে জাতীয় স্বাস্থ্য মিশনের মিশন অধিকর্তা শুভাশিস দাস বলেন, ইন্ডিয়ান ডেন্টাল অ্যাসোসিয়েশনের ত্রিপুরা রাজ্য শাখা প্রধানত দাঁত ও মুখ সম্বন্ধীয় রোগের পরিষেবা প্রদানে কাজ করে থাকে। রাজ্যে বর্তমানে ১২২ জন দন্ত চিকিৎসক রয়েছেন। তারা রাজ্যের বিভিন্ন প্রান্তে চিকিৎসা পরিষেবা প্রদানে কাজ করে যাচ্ছে।

    অনুষ্ঠানে এছাড়াও বক্তব্য রাখেন, ন্যাশনাল ওরাল হেলথ্ প্রোগ্রামের স্টেট নোডাল অফিসার ডা: রাজেশ অনিল আচারিয়া, ইন্ডিয়ান ডেন্টাল অ্যাসোসিয়েশনের রাজ্য শাখার সভাপতি ডা: সমীর রঞ্জন দত্ত চৌধুরী,সম্পাদক ডা: সজল নাথ এবং স্বাস্থ্য শিক্ষার অধিকর্তা এইচ পি শর্মা। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা অ্যাসোসিয়েশনের বার্ষিক স্মরনিকার আবরণ উন্মোচন করেন।


    আরশিকথা ত্রিপুরা সংবাদ


    ছবিঃ সংগৃহীত

    ৯ই ডিসেম্বর ২০২২
     

    3/related/default