Type Here to Get Search Results !

ডিজিটাল ক্ষুদ্র ঋণের পুনঃ অর্থায়ন স্কিমের তহবিল বাড়িয়েছে কেন্দ্রীয় ব্যাংকঃ আরশিকথা বাংলাদেশ

নিজস্ব প্রতিনিধি,ঢাকা, আরশিকথাঃ

আর্থিক অন্তর্ভুক্তি ও প্রান্তিক জনগোষ্ঠীর জীবনযাত্রার মান উন্নয়নে ‘ডিজিটাল ক্ষুদ্রঋণ’ সুবিধা দেয়ার লক্ষ্যে গঠিত পুনঃ অর্থায়ন স্কিমের তহবিল বাড়িয়ে ৫০০ কোটি টাকায় উন্নীত করেছে বাংলাদেশ ব্যাংক।

রোববার (১৬ জুলাই) কেন্দ্রীয় ব্যাংকের ফাইন্যান্সিয়াল ইনক্লুশন ডিপার্টমেন্ট এক সার্কুলারে এ তথ্য জানিয়েছে।
 
এতে বলা হয়েছে, দেশের সুবিধাবঞ্চিত ও প্রান্তিক জনগোষ্ঠীর প্রয়োজনকে বিবেচনায় নিয়ে তাদের স্বল্প সুদ বা মুনাফায় ডিজিটাল ক্ষুদ্র ঋণ বা বিনিয়োগ দেয়া এবং বাংলাদেশ সরকারের ‘ডিজিটাল বাংলাদেশ’ গঠনের লক্ষ্যে এর আগে বাংলাদেশ ব্যাংক ১০০ কোটি টাকার একটি আবর্তনশীল পুনঃ অর্থায়ন গঠন করেছে।

বর্তমানে ডিজিটাল ক্ষুদ্রঋণের ক্রমবর্ধমান চাহিদা, আর্থিক অন্তর্ভুক্তির সম্প্রসারণ এবং প্রান্তিক জনগোষ্ঠীকে ডিজিটাল লেনদেনে অভ্যস্ত ও উৎসাহিত করার মাধ্যমে সমৃদ্ধ ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের অগ্রযাত্রাকে আরও ত্বরান্বিত করার লক্ষ্যে এ তহবিলের পরিমাণ বাড়িয়ে ৫০০ কোটি টাকায় উন্নীত করেছে কেন্দ্রীয় ব্যাংক।
 
ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ৪৫ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে এ নির্দেশনা দেয়া হয়েছে উল্লেখ করে সার্কুলারে বলা হয়েছে, এই নির্দেশনা অবিলম্বে কার্যকর হবে।


আরশিকথা বাংলাদেশ সংবাদ

তথ্য ও ছবিঃ সৌজন্যে ইন্টারনেট
১৬ জুলাই ২০২৩

 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.