Type Here to Get Search Results !

শিশুদের কোনও ভাবেই ভোট প্রচারে হাতিয়ার করা যাবে না, নির্বাচন কমিশনঃ আরশিকথা দেশ-বিদেশ

আরশিকথা ডেস্কঃ


 কোন দেশ বা রাজ্যের ক্ষেত্রে ভোটযুদ্ধ বড় যুদ্ধ l আর এই ভোট বা নির্বাচনের জন্যই বৃদ্ধ থেকে কোলের শিশু, কাউকেই প্রচারে ব্যবহার করতে পিছপা হয় না বিভিন্ন রাজনৈতিক দলগুলি। এর একটাই উদ্দেশ্য নির্বাচনে জয় l কিন্তু আসন্ন লোকসভা ভোটের আগে তাদের সেই পরিকল্পনা ভেস্তে দিল নির্বাচন কমিশন। জারি করল কড়া নির্দেশিকা। জানিয়ে দিল, শিশুদের কোনওভাবেই ভোটপ্রচারের হাতিয়ার করা যাবে না।

জাতীয় নির্বাচন কমিশন জানিয়েছে, আসন্ন লোকসভা ভোটের প্রচারে কোনওভাবেই শিশুদের ব্যবহার করতে পারবে না রাজনৈতিক দলগুলি। রাজনৈতিক দলের পোস্টার সাঁটানো, প্রচারপত্র বিলি থেকে শুরু করে স্লোগান দেওয়া, কোনও ক্ষেত্রেই শিশুদের ব্যবহার করা চলবে না। এমনকী, ভোটপ্রচার চলাকালীন রাজনৈতিক নেতারা কোনও শিশুকে কোলে বা হাতে নিয়ে ঘুরতে পারবেন না। ভোটপ্রচারের র‌্যালি বা গাড়িতে কোনও শিশুকে রাখা চলবে না।শুধু প্রচারসভা বা র‌্যালি নয়, ভোট সংক্রান্ত কবিতা, গান, স্লোগান বা বক্তৃতায় শিশুদের উল্লেখ রাখা যাবে না। কোনও ছবি বা ভিডিওতেও রাজনৈতিক দলের পতাকা বাহক হিসেবে কোনও শিশুকে রাখা চলবে না। তবে কোনও প্রচারসভা, পদযাত্রার কাছাকাছি কোনও শিশু বাবা-মায়ের সঙ্গে থাকলে, এই নিয়ম বিধিনিষেধ কার্যকর হবে না। সেক্ষেত্রে অবশ্য সেই বাবা-মা যেন কোনওভাবেই রাজনৈতিক প্রচারের অংশ না হয়। সবমিলিয়ে রাজনৈতিক যুদ্ধ তথা ভোটপ্রচার থেকে শিশুদের দূরে রাখতে এবার কড়া ব্যবস্থা নিল জাতীয় নির্বাচন কমিশন। এক্ষেত্রে কমিশন তার পদক্ষেপে অনড়।


আরশিকথা দেশ-বিদেশ


ছবিঃ সৌজন্যে ইন্টারনেট

৬ ফেব্রুয়ারি ২০২৪



 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.