Type Here to Get Search Results !

পান্থ শালা ।। কবিতা ।। মিতালী ধর ।। ত্রিপুরা

"পান্থ শালা" 


কতশত লোকের ভীড়ে, 

        চলি সবাই আপন পথ ধরে, 

 অচেনা আর অজানার নীড়ে, 

       পরিচিত হৈ ধীরে  ,

এভাবেই পরকে করি আপন, 

          হৃদয়ের মন্দিরে, 

তারপর সপ্ন ও আশা জাগে,

          ভাবনার সাগরে, 

সব মিলিয়ে ব্যস্ত হয়ে যাই,

         পথের মাঝারে, 

ব্যস্ততার ফাঁকে বিশ্রাম নিতে, 

  চলে যাই সবাই সবকিছু ছেড়ে,

     ঘুরছি আমরা প্রকৃতির এই, 

              সুন্দর চক্রাকারে, 

   তাই দেরী না করে,

  আমার আমিকে মেলে দিলাম, 

           সকলের তরে.... 


- মিতালী ধর, ত্রিপুরা

২রা এপ্রিল ২০২৪

 

إرسال تعليق

0 تعليقات
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.