নিজস্ব প্রতিনিধিঃ
সোমবার নয়াদিল্লির বাবা খড়ক সিং মার্গে সংসদ সদস্যদের জন্য ১৮৪টি নবনির্মিত টাইপ-VII বহুতল ফ্ল্যাটের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী নয়াদিল্লির বাবা খড়ক সিং মার্গে সংসদ সদস্যদের জন্য ১৮৪টি নবনির্মিত টাইপ-VII বহুতল ফ্ল্যাটের উদ্বোধন করেন। তিনি আবাসিক প্রাঙ্গণে সিঁদুরের চারা রোপণ করেন এবং এই ফ্ল্যাট নির্মাণের অংশ হিসেবে কাজ করা শ্রমিকদের সাথে মতবিনিময় করেন। চারটি টাওয়ারের নামকরণ করা হয়েছে কৃষ্ণা, গোদাবরী, কোসী এবং হুগলী। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন, “কিছু লোক কোসীকে একটি টাওয়ারের নাম হিসেবে অস্বস্তি বোধ করবে। তারা এটিকে নদী হিসেবে দেখবে না, বরং বিহার নির্বাচনের দৃষ্টিকোণ থেকে দেখবে..তবে, ভারতের চারটি মহান নদীর নামে এগুলোর নামকরণ করা হয়েছে।”
Akb tv news
11.08.2025