Type Here to Get Search Results !

মুগ্ধ পদাবলী



এখন ধুকপুক / শিরায় মজ্জায় - - / অনিশ্চয়তায় / সাম্প্রতিক
এখন অক্ষির / গোলকে অস্থির / রক্তকণিকারা / আহত লাল
আমার জীবনের / সুক্ষ্ণ সূত্রটি / যে কোন লহমায় / ছিন্নমূল 
হতেই পারে আজ - - / হঠাৎ মুছে যাবে / দৃশ্যাবলী মুঢ় - - / সব অলিক ।

স্বপ্ন ছিল শুধু নিকোনো উঠোনের বক্ষে আঁকা এক আলপনা
তুলসীতলা থেকে আঁচলে ঢেকে দীপ আসবে মৃদুপায়ে সায়ংকাল
' গাগরি ভরে জল আনতে গিয়ে আমি দেখেছি শ্যামমেঘ দিগন্তে ' -
প্রাকৃত এই গানে মাখবে রবিকর গ্রামের নদীজল কাঞ্চনা ।

এসব স্বপ্নের কীলক ভেঙ্গে গেছে , এখন হাহাস্বর অন্ধকার 
শূন্যে ছুঁড়ে দিলে মুদ্রা কতদূর যাবে বা আঙুলের উৎক্ষেপে ?
মুহূর্তেক পরে মাটিতে ফিরে এসে দেখাবে কোন্ তার পৃষ্ঠদেশ - -
সম্ভাবনা খুঁজে তামাদি হয়ে গেল চতুরপতি পারিসাংখ্যনিক ।

তবুও মৃত্যুর জাঙাল ভেঙ্গে ফেলে মরণাপন্নের চোখের জল 
আবার ছবি আঁকে কখনও কোনদিন আসব ফিরে এই ঊর্বীতে
হয়ত হবে ঘর পলল মৃণ্ময় - - মাটির মেয়ে কোনো আনমনে
প্রদীপ দিয়ে যাবে - - লিখব একা বসে মুগ্ধ পদাবলী নির্জনে ...

কবিতাঃ সন্মাত্রানন্দ, বিশিষ্ট সাহিত্যিক, কোলকাতা

ছবিঋণঃ পার্থসারথি চক্রবর্তী, বিশিষ্ট আলোকচিত্রী, ত্রিপুরা                                                                                              

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.