Type Here to Get Search Results !

নয়া সরকারের বিরুদ্ধে সোচ্চার বাম যুবারা

বিশেষ প্রতিনিধি, আগরতলাঃ
গোটা রাজ্যে গণতান্ত্রিক অধিকার আক্রান্ত হচ্ছে, গ্রাম পাহাড়ে খাদ্য ও কর্মসংস্থানের সংকট চলছে ইত্যাদি নানা অভিযোগ তুলে নয়া সরকারের বিরুদ্ধে সোচ্চার হয় দুই বাম যুব সংগঠন ডিওয়াইএফআই ও টিওয়াইএফ। মঙ্গলবার(১২জুন) বিভিন্ন দাবিতে সরব হয়ে সারা রাজ্যেই বিক্ষোভ মিছিল সংগঠিত করে তারা। 
মিছিল থেকে আওয়াজ ওঠে নির্বাচনোত্তর সন্ত্রাস দমনে প্রশাসনের ভূমিকা আরও কঠোর হওয়ার দাবিতে। এছাড়া গণতান্ত্রিক অধিকার সুরক্ষা করা এবং গ্রাম পাহাড়ে কাজ ও খাদ্যের নিশ্চিত সংস্থানের দাবি নিয়েও সরব হয় ডিওয়াইএফআই ও টিওয়াইএফ। পাশাপাশি কর্মসংস্থান সহ নির্বাচনী ভিশন ডকুমেন্টের সবক'টি প্রতিশ্রুতি অবিলম্বে পালন করার দাবিতেও সোচ্চার হয় তারা। 

সারা রাজ্যের পাশাপাশি আগরতলায়ও মঙ্গলবার কর্মীসমর্থকদের নিয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে এই দুই বাম যুব সংগঠন। মিছিলটির নেতৃত্ব দেন ডিওয়াইএফআই এর রাজ্য সম্পাদক অমল চক্রবর্তী। এছাড়াও মিছিলে অন্যান্য নেতৃত্বরা অংশ নেন।

ছবিঃ সুমিত কুমার সিংহ
১২ই জুন ২০১৮ইং                    

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.