Type Here to Get Search Results !

আট মাসে পণের জন্য নির্যাতন, ধর্ষণের হার কমেছে ঃ মুখ্যমন্ত্রী

আগরতলা ডেস্কঃ
 রাজ্যে বিগত আট মাসে পণের জন্য বধু নির্যাতন চল্লিশ শতাংশ কমেছে। নাবালিকা ধর্ষণ কমেছে কুড়ি শতাংশ। আর গড়ে ধর্ষণ এর হার কমেছে দশ শতাংশ। এই তথ্য দিলেন স্বরাষ্ট্র তথা মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। তিনি এর জন্য কৃতিত্ব দেন পুলিশকে। বলেন, পুলিশ নেশাকারবারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিচ্ছে। তাই রাজ্যে নারী নির্যাতনের হার কমছে। রবিবার (২ ডিসেম্বর) ৯নং বনমালিপুর মণ্ডলের যুব মোর্চার উদ্যোগে নেশা বিরোধী এক সভা হয়। সেখানে নিজ বিধানসভা কেন্দ্রের এই অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বিগত ২৫ বছর বামফ্রন্ট সরকার কিভাবে ক্ষমতায় ছিলো তার ব্যখ্যা দেন। একই সঙ্গে এক হাত নেন কংগ্রেসকে। মুখ্যমন্ত্রী বলেন, নেশা কারবারীদের অনেকাংশেই প্রশ্রয় দিয়েছে বিগত সরকার। সঙ্গে সায় দিয়েছেন কংগ্রেস নেতৃত্বরা। মুখ্যমন্ত্রী এদিন সিপিএমের পাশাপাশি কংগ্রেসেরও তীব্র সমালোচনা করেন। বলেন, " কংগ্রেস এখন আট মাসের সরকারের কাজের মূল্যায়ন করছে। তাদের কাছে আমার প্রশ্ন ত্রিপুরাবাসী যখন মুক্তি চাইছিলো তখন আপনারা কোথায় ছিলেন ? " মুখ্যমন্ত্রী আহ্বান জানান,কেউ যেন বর্তমান সরকারকে জোট সরকার না বলেন। কারণ জোট সরকার নাম শুনলেই ত্রিপুরাবাসী আতঙ্কিত হয়ে পড়েন। তিনি দাবি করেন বর্তমান সরকার হচ্ছে বিজেপি-আইপিএফটি এর নতুন ত্রিপুরা গড়ার ত্রিপুরাবাসীর সরকার। তিনি এদিনও স্পষ্ট ভাবে বলেন, নেশামুক্ত ত্রিপুরা গড়া হবেই। আর তাতে আপনা থেকেই অপরাধমূলক ঘটনা কমবে।

ছবিঃ  সংগৃহীত

২রা ডিসেম্বর ২০১৮ইং
    

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.