Type Here to Get Search Results !

শেখ হাসিনাকে মোদির শুভেচ্ছা

ঢাকা ব্যুরো অফিসঃ একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাওয়ায় আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা ও তার দলকে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অভিনন্দন জানিয়েছেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবও। প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে জানা গেছে, সোমবার (৩১ ডিসেম্বর) বেলা সাড়ে ১০টায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে টেলিফোন করেন। এ সময় নিরঙ্কুশ বিজয়ে শুভেচ্ছা জানিয়ে শেখ হাসিনাকে ভারতের প্রধানমন্ত্রী বলেন- এই বিজয় বাংলাদেশের সামগ্রিক উন্নয়নের প্রতি জনগণের আস্থার প্রতিফলন। এদিকে, এক টুইট বার্তায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শেখ হাসিনার বিজয়ে অভিনন্দন জানিয়েছেন। এখনও পর্যন্ত ঘোষিত ২৯৮ আসনের মদ্যে ২৫৯টি আসনে বেসরকারিভাবে জয় পেয়েছে বেসরকারিভাবে আওয়ামী লীগ। জাতীয় পার্টি পেয়েছে ২০টি আসন। এছাড়া বিএনপি পেয়েছে ৫ আসন, গণফোরাম পেয়েছে ২টি আসন। তবে ওয়ার্কার্স পার্টি ৩টি আসন পেয়েছে। এছাড়া রয়েছে জাসদের ২টি আসন, বিকল্পধারা ২টি ও জেপি একটি আসন পেয়েছে। স্বতন্ত্র প্রার্থীরা জিতেছেন ৩টি আসনে এবং তরীকত ফেডারেশন পেয়েছে একটি আসন।

৩১শে ডিসেম্বর ২০১৮ইং

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.