Type Here to Get Search Results !

প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনায় আরও সরলীকরণ, যে কেউ আবেদন করতে পারবেন

তন্ময় বনিক,আগরতলাঃ
 প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনায় এখন যে কেউ বিনামূল্যে গ্যাসের সংযোগের জন্য আবেদন করতে পারবেন। শুধুমাত্র আবেদনকারী মহিলাকে তিনি এর দাবিদার এমন একটি আবেদনপত্র জমা দিতে হবে। থাকতে হবে আধার কার্ড, রেশন কার্ড ও ব্যাংক অ্যাকাউন্ট। ইংরেজি নতুন বছরে মহিলাদের জন্য এই সুখবর নিয়ে এসেছে কেন্দ্রের নরেন্দ্র মোদি নেতৃত্বাধীন সরকার। নতুন এই প্রকল্পের নাম দেওয়া হয়েছে এক্সটেনডেড প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা দুই। 
বুধবার(২ জানুয়ারি) আগরতলায় আইওসি এর কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনে এখবর জানানো হয়। আগে প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা প্রকল্পে শুধুমাত্র বিপিএল পরিবারের মহিলারাই আবেদন করতে পারতেন। তারপর এক্সটেনডেড প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা প্রকল্পে ওবিসি ভুক্ত, জনজাতি, বনবাসীদেরকেও অন্তর্ভুক্ত করা হয়। আর এখন এক্সটেনডেড প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা দুই নামক প্রকল্পে যে কেউ বিনামূল্যে গ্যাসের সংযোগের জন্য আবেদন করতে পারবেন। শুধুমাত্র আবেদনকারী মহিলাকে সেলফ ডিক্লারেশন দিতে হবে। ২০১৭ সালের আগস্ট মাসে ত্রিপুরায় প্রথম প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা চালু হয়।এখন পর্যন্ত এক লক্ষ ৯০ হাজার সংযোগ দেওয়া হয়েছে। তাছাড়া ১৯০৬ নম্বরের একটি ইমারজেন্সি হেল্প লাইনও চালু করা হয়েছে। প্রসঙ্গত, আসন্ন লোকসভা নির্বাচনের দিকে লক্ষ্য রেখেই কেন্দ্রীয় সরকার এই প্রকল্পে আরও সরলীকরণ আনে বলে মনে করা হচ্ছে। তবে ঠিকঠাক ভাবে মানুষ এই প্রকল্পের সুবিধা পেলে বদলে যাবে গ্রামীণ এলাকার হেঁসেলের চিত্র।

ছবিঃ সুমিত কুমার সিংহ এবং সংগৃহীত 

২রা জানুয়ারি ২০১৯ইং 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.