Type Here to Get Search Results !

রাজ্যের উন্নয়নের জন্য কেন্দ্রীয় মন্ত্রীদের সঙ্গে সাক্ষাৎ মুখ্যমন্ত্রীর

তন্ময় বনিক,আগরতলাঃ
রাজ্যের উন্নয়নের জন্য বেশ তৎপরতার সঙ্গে কাজ চালিয়ে যাচ্ছেন মুখ্যমন্ত্রী। একই দিনে দিল্লীতে সাক্ষাৎ করলেন একাধিক কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে। শনিবার (১৫জুন) নীতি আয়োগের বৈঠকের পর রবিবার (১৬জুন) মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব প্রথমেই সাক্ষাৎ করেন কেন্দ্রীয় বস্ত্রমন্ত্রী স্মৃতি ইরানীর সঙ্গে। রাজ্যে বস্ত্র শিল্পের উন্নয়নে সম্পূর্ণ সহযোগিতা করা হবে বলে আশ্বাস দেন কেন্দ্রীয় মন্ত্রী। শীঘ্রই তিনি ত্রিপুরা সফরে আসবেন বলেও মুখ্যমন্ত্রীকে আশ্বস্ত করেন। রাজ্যের উন্নয়ন নিয়ে বেশ কিছুক্ষণ আলোচনা হয় তাদের মধ্যে। পরে মুখ্যমন্ত্রী টুইট করে এখবর জানান। রাজ্যে মহিলা ও শিশু উন্নয়নমূলক সমস্ত প্রকল্পগুলি বাস্তবায়নের জন্য সহযোগিতা করবেন বলে আশ্বাস দিয়েছেন বস্ত্রমন্ত্রী। একই দিনে মুখ্যমন্ত্রী কেন্দ্রীয় শিল্প বাণিজ্য মন্ত্রী পীযূষ গোয়েলের সঙ্গেও সাক্ষাৎ করেন। 
তাদের মধ্যেও বৈঠক ফলপ্রসূ হয়। সীমান্ত হাটের মাধ্যমে বাণিজ্য বৃদ্ধি করে সাব্রুমে একটি বিশেষ অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলার বিষয়ে আলোচনা হয়েছে। কেন্দ্রীয় মন্ত্রী ত্রিপুরা ও বাংলাদেশের মধ্যে বাণিজ্যকে আরও শক্তিশালী করে তুলতে সকল প্রকার বাণিজ্যিক প্রতিবন্ধকতা সরিয়ে পূর্ণ সহযোগিতার আশ্বাস দিয়েছেন। দুইজনের মধ্যে রাজ্যে শিল্পের উন্নয়ন নিয়েও আলোচনা হয়। বেশ কিছুক্ষণ আলোচনা হয়েছে তাদের মধ্যে। মুখ্যমন্ত্রী পরে টুইট করে এখবর জানান।

ছবিঃ সংগৃহীত

১৬ই জুন ২০১৯ 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.