Type Here to Get Search Results !

অপেক্ষা" ...... বাংলাদেশ থেকে বিশেষ অনুভবে উম্মে কুলসুম মুন্নি

অপেক্ষা কখনো প্রয়োজনে আবার কখনো বা অপ্রয়োজনে । জীবন ও জীবিকার জন্য যে অবিরাম ছুটে চলা তাতো এ জগৎ সংসারের ই নিয়ম । সৃষ্টির এই অমোঘ নিয়ম প্রতিনিয়ত আমাদের অপেক্ষা করতে শেখায় । আমরা যখন রাস্তায় দাঁড়িয়ে কয়েক মিনিট অপেক্ষা করি একটা রিকশা, সিএনজি বা গাড়ির জন্য, সেই অপেক্ষা আমাদের প্রয়োজন ।কখনো বা কাউকে আমরা দাওয়াত দিয়ে সে আসবে এই অপেক্ষা নিয়ে হয়তো ঘন্টা পার করে দেই, তার সাথে কিছু আনন্দ ভাগাভাগির অপেক্ষায় থাকি, তা হতে পারে আমাদের বিশ্বাস বা আমাদের বন্ধুত্ত্ব । কিন্ত মাঝে মাঝে কী এমন হয় যখন হয়তো অপেক্ষা করছি সেই কফি হাঊজে যেখানে রোজ দেখা হতো বা একটা ফুল কিনে ব্যাগে রেখে ঘুরছি বা রিকশায় ঊঠে পাশের সিট ফাকা রাখছি বা সকালে দুই কাপ চা করে বসে থাকছি বা ফোনের নাম্বারে ডায়াল করে রিং বাজার আগেই রেখে দিচ্ছি,এক সীমাহীন অপেক্ষা, যখন নিশ্চিত ভাবেই জানা থাকে সেই কফি হাউসে কেউ আর আসবে না,ব্যাগ এর ভিতর সযত্নে লুকিয়ে রাখা ফুলটা শুকিয়ে যাবে,রিক্সার পাশের জায়গাটা হয়তোবা খালি থেকে যাবে, ধোঁয়া উঠা চায়ের কাপে কেউ ঠোট ছোঁয়াবে না অথবা ফোন এর ডায়াল নাম্বারটা অধরাই থেকে যাবে, তবু ও অপেক্ষা । এই অপেক্ষমান থাকা হলো ভালোবাসা। যার কোন সংজ্ঞা নেই, কেনো করছি, কেনো করতে হবে তার উত্তর কখনো বা অজানা কখনো হয়তো বা মায়া বা টান। এই মায়ার টান আছে বলেই প্রতিদিন সকালে আমরা নতুন করে উজ্জিবিত হই। সকালটা আনন্দময় লাগে। তাই জীবনকে ভালোবেসে আশপাশে থাকা প্রিয় মানুষদের জন্য অপেক্ষা করি, হতে পারে তা প্রয়োজনে কখনো বা অপ্রয়োজনে ।। 

--  উম্মে কুলসুম মুন্নি, বাংলাদেশ

১৯শে অক্টোবর ২০১৯

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.