Type Here to Get Search Results !

বাংলাদেশে নতুন করে পাঁচ জন সনাক্ত

আবু আলী, ঢাকা ।। বাংলাদেশে করোনায় নতুন পাঁচ জন আক্রান্ত হয়েছেন বলে জানিয়েছেন সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক মীরজাদী সেব্রিনা ফ্লোরা। ২৭ মার্চ বৃহস্পতিবার আইইডিসিআর কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান। সেব্রিনা ফ্লোরা আরও জানান, গত ২৪ ঘণ্টায় আইইডিসিআর হটলাইনে কলের সংখ্যা তিন হাজার ৩২১ এবং নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হয়েছে ১২৬ জনের। এ নিয়ে মোট পরীক্ষার সংখ্যা ৯২০। নতুন সংক্রমিত পাঁচ জনসহ মোট রোগীর সংখ্যা ৪৪ জন। গত ২৪ ঘণ্টায় নতুন চার জনসহ মোট সুস্থ হয়ে উঠেছেন ১১ জন এবং এ পর্যন্ত মারা গেছেন পাঁচ জন। বাকি ২৮ জনের উপসর্গ মৃদু বলে উল্লেখ করেন তিনি। নতুন সংক্রমিত পাঁচ জনের মধ্যে একজন বিদেশ থেকে এসেছেন, তিন জন পূর্বে সংক্রমিতদের সংস্পর্শে আক্রান্ত হয়েছেন এবং একজনের বিস্তারিত তথ্য এখনও পায়নি আইইডিসিআর। অন্যদিকে করোনাভাইরাস পরীক্ষার জন্য নতুন তিনটি কেন্দ্র চালু হয়েছে। পিসিআর পদ্ধতিতে আইইডিসিআর ছাড়াও আরও কয়েকটি প্রতিষ্ঠানে করোনা পরীক্ষা হচ্ছে জানিয়ে সেব্রিনা ফ্লোরা বলেন, ‘জনস্বাস্থ্য প্রতিষ্ঠান ও ঢাকা শিশু হাসপাতালে পরীক্ষা শুরু হয়েছে। চট্টগ্রামে বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেজ (বিআইটিআইডি)-তে এই কার্যক্রম শুরু হয়েছে। এ ছাড়াও, গতকাল আমরা জানিয়েছিলাম, বিভাগীয় পর্যায়ে আরও কয়েকটি প্রতিষ্ঠানে এটি সম্প্রসারণের কাজ চলছে।’ করোনা সন্দেহে কেউ হাসপাতালে ভর্তি হলে হাসপাতালের তথ্য অনুযায়ী আইইডিসিআর গিয়ে সেই নমুনা সংগ্রহ করে নিয়ে আসত। এখন হাসপাতালের নমুনাগুলো হাসপাতাল থেকেই সংগ্রহ করে আইডিসিআরে পাঠানো হবে বলেও জানান তিনি। ঢাকা ও চট্টগ্রাম ছাড়া বাকি কেন্দ্রগুলো দ্রুত চালু করার জন্য ব্যবস্থা নেওয়া হচ্ছে জানিয়ে সেব্রিনা ফ্লোরা আরও বলেন, প্রতিটি এলাকা ভিত্তিক নমুনা সংগ্রহ করে তা পরীক্ষা করা হবে।

২৬শে মার্চ ২০২০

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.