আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    করোনা মোকাবিলায় সাংসদ প্রতিমা ভৌমিক দিলেন ৫০লক্ষ

    আরশি কথা
    নিজস্ব প্রতিনিধি,আগরতলাঃ
    করোনার সংক্রমণ ঠেকাতে উপযুক্ত ব্যবস্থা গ্রহণের জন্য করোনা তহবিলে ৫০ লক্ষ টাকা দিলেন সাংসদ প্রতিমা ভৌমিক।সাংসদ উন্নয়ন তহবিল থেকে এই টাকা দেন তিনি।সাংসদ প্রতিমা ভৌমিক জানান,প্রাথমিক ভাবে এই টাকা দিয়েছেন।প্রয়োজনে আরও দেবেন।তার নির্বাচনী কেন্দ্রের অন্তর্গত চারটি জেলায় এই টাকা ব্যয় করা হবে বলে জানান তিনি।তাতে স্বাস্থ্য কর্মীদের জন্য মাস্ক,কিট,স্যানিটাইজার সহ করোনা মোকাবিলায় যাবতীয় সামগ্রী কেনা হবে বলে জানান।সাংসদ এদিন সোনামুড়া ও মেলাঘর হাসপাতালেও যান।সেখানে স্বাস্থ্য কর্মীদের এমনকি পুলিশের মধ্যেও মাস্ক,গ্লাভস ও ব্লিচিং পাউডার দেন।সাংসদ প্রতিমা ভৌমিক সবাইকে সতর্কতা অবলম্বনের জন্য বলেন।যারা ঘরে আছেন তারা মাস্ক না পড়লেও নিজেদের মধ্যে এক মিটার দূরত্ব বজায় রাখতে বলেন। 

    ছবিঃ সংগৃহীত
    ২৬শে মার্চ ২০২০  
    3/related/default