Type Here to Get Search Results !

বৃষ্টিভেজা.......... ত্রিপুরা থেকে চন্দ্রা মজুমদার এর কবিতা

বৃষ্টিভেজা.......... 

অনেকদিন বৃষ্টি আর আমাকে সে ভাবে স্পর্শ করেনা,
কংক্রিট জীবনে পেলবতার ছোঁয়ায় আর মন ভিজতে চায় না
অফিস ফেরত টেবিলে একটা হলুদ খাম,
সকাল থেকেই আকাশের মুখ ভার
খুব জোর বৃষ্টি নামল,অনেক বছর পর বৃষ্টি ভিজে একসা,
বন্ধ জানালায় তুমুল বৃষ্টির আঘাত 
জানালা খুলে বৃষ্টির গায়ে হাত দেব কিনা ভাবতে ভাবতেই
জোর হাওয়ায় হলুদ খামটা উড়ে এসে গায়ে ধাক্কা দিল 
জানালা খুলতেই বৃষ্টির  দল আমার সারা শরীর ছুঁতে লাগলো,
এক অজানা ভালো লাগায় বিমোহিত,
ততক্ষণে তোমার হলুদ ছোঁয়ায় জানতে পারলাম তুমি আসছ 
আমাকে জিতিয়ে দেওয়ার ছলে তোমার হেরে যাওয়াটা কি এতটাই জরুরি?
কবে আসছ? তারিখটা নাই বললে....
জানান্তিকে বলে রাখি কয়েকটা উশৃঙ্খল বৃষ্টি বারবার
আমাকে ভেজানোর চেষ্টায় ছিল,
শুধু তোমার ছোঁয়ায় ভিজব বলে... 
আজ থাক সাক্ষাতে সব  বলব,
সিক্ত বসন বুকে জড়িয়ে ধরা হলুদ খাম ভিজে চুপসা,
তোমার ভিজা চুলের গন্ধ সারা ঘরময়।                                                                                 

- চন্দ্রা মজুমদার
ত্রিপুরা

২৭শে জুলাই ২০২০

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.