আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    নদী ও নদ " ... ত্রিপুরা থেকে রতন আচার্য এর কবিতা

    আরশি কথা
    নদী ও নদ
    (একটি সনেট) 
    ---------------------------------

    এক নদী বেগবতী এক নদী শান্ত-
    এক নদে নহবতে যেন উদভ্রান্ত!
    এক নদী রূপবতী বহে চলে নৌকা-
    এক নদ বড় বদ ঘর ভাঙে চৌকা।
    এক নদী ভাগিরথী এক নদী গঙ্গা-
    এক নদী তিন ধারা জল তিনরঙ্গা।
    এক নদী ইরাবতী এক নদ সিন্ধু-
    এক নদী ভেসে যায় পেলে বারি বিন্দু।
    এক নদী ধীর গতি জন্মায় শেওলা-
    এক নদী বহে গেছে স্বর্গেতে বেহুলা।
    এক নদী ভারী জল কারো জল হাল্কা-
    এক নদী মিসিসিপি এক নদী ভল্গা।
    এক নদী সরস্বতী এক নদী তিস্তা-
    এত নদী পৃথিবীতে ভরে যায় দিস্তা।

    - রতন আচার্য
    ত্রিপুরা

    ২৭শে জুলাই ২০২০
    3/related/default